আমাদের কথা খুঁজে নিন

   

কবি নির্মলেন্দু এবং মাহাদেবের আপকামিং কবিতা



সবাই ব্যাস্ত কবিদের নিয়ে সমালোচনায়, কিন্তু কেউ একবারো ভাবছেনা কবিরা দেশের জন্য কিছু বয়ে আনতে না পারলেও, হয়ত এমন কিছু কবিতাতো লিখতে পারবে। আমার কিছু স্বপ্ন ছিলো, আমার কিছু প্রাপ্য ছিলো, ইকোনমি ক্লাসে চড়ে, আম্রিকাকে দেখার, জনগনের মাথা ছেচে, সেই মাথাতে কাঠাল রেখে, কাঠাল ভেন্গে খাবার। আকাশের তারা, চাঁদ চাইনি, চেয়েছিলাম পাঁচতারা হোটেল, বিশাল লন্জ আর সুইমিং পুল এইতো আমি চেয়েছিলাম। স্বপ্ন ছিল আমেরিকার, আর কিছু নয় শপিংমলে ঘুরে-ঘুরে কিছু জিনিষ কেনার। চেয়েছিলাম নাইট কেলাবে এক রাত্তিরে ঢোকার, অনেক মেয়ে, অনেক মজা, কিন্তু টাকাতো শেষ, শেখ হাসিনা, কোথায়?? আপনি কোথায়?? (নির্মলেন্দুর একটা কবিতা অবলম্বনে লেখা, হয়ত ভ্রমন শেষে এর চেয়ে ভাল এবং নতুন কিছু কবিতা আমরা পাব)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।