আমাদের কথা খুঁজে নিন

   

ঐশী কে ধন্যবাদ যে, সে তার বাবা- মার মাংস খেয়ে ফেলে নাই

যুক্তবাদী লোক, সবজায়গায় যুক্তি খুজি

ঐশী এখন বাংলাদেশের আলোচিত নাম। মিডিয়ায় ঝড় তোলা নাম। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী যিনি স্বহস্তে পিতা মাতাকে খুন করে ইতিহাসে নাম লিখিয়ে নিয়েছেন। এ যুগে বাংলার শিক্ষিত নারীরা যে কতটুকু এগিয়ে গেছে ছেলেদের তুলনায় ঐশী তার একটা প্রমাণ। বাংলার নারীরা এখন আর পিছিয়ে নেই।

সকল ক্ষেত্রেই তাদের অবদান। এভারেস্ট জয় করা থেকে শুরু করে খুন আর ড্রাগ ডিলার হওয়া পর্যন্ত। ঐশীকে দুইটা ধন্যবাদ ১। এ যুগের বাংলার শিক্ষিত মর্ডাণ ঐশীর মত নারীদের আরও কিছুটা মুখোশ খুলে দেওয়ার জন্য । এতদিন শুনেছি এ যুগের শিক্ষিত মর্ডাণ ঐশীর মত নারীরা স্বামীদের অত্যাচার করছে।

এখন দেখা যাচ্ছে তারা সকলের জন্যই বিপদজনক। ২। ঐশীকে আরেকটা ধন্যবাদ যে সে তার বাবা মার মাংস ভক্ষণ করে নাই। আমি একজন রাশিয়ান খুনীর ইতিহাস জানি, যে খুন করার পর শিকারের মাংস খেয়ে ফেলে। সে দুই বার খুন করেছে এবং দুই বারই শিকারের মাংস রান্না করে খেয়েছে এবং ঘনিষ্ট বন্ধুর পরিবারকে হরিণের মাংস বলে খেতে দিয়েছ।

যদিও সে এখন রাশিয়ান হাই সিকিউরিটি যুক্ত কারাগারে আছে। এটা কোন আক্রমনাত্বক পোস্ট নয়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।