আমাদের কথা খুঁজে নিন

   

দিল দরিয়ার মাঝে রে মন- লালন ফকির

আমাকে তোমরা মামা ডাকতে পারো আমি মাইন্ড করবো না ।

দিল দরিয়ার মাঝে রে মন ডুবিয়া দেখলে না। । রসেতে উবিডুবি থাকে জল ঐ কুম্ভেতে কেমনে রাখি সে জল এক বিন্দু টলে না। সেই ভাটার বেলায় গহীন জলে জল ‘পরে জল মানে না।

। সেই নদীর নালে খালে আজব এক জাহাজ চলে বৈসে ত্রিবেণীর কোলে চালায় জাহাজখানা। দিবানিশি চালায় জাহাজ কখন সে ঘুমায় না। । সেই নদীর ত্রিবেণীতে আজব এক ফুল ফুটেছে সেই ফুল যার ভাগ্যে আছে ও ফুরায় তার বাসনা।

ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরে তাই লালন বলে, ও ফুলের পাহারা তিন জনা। । কিচ্ছু বলার নাই শুধু পড়ে যাই বার -বার , বার -বার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।