আমাদের কথা খুঁজে নিন

   

বৈষম্য (ছড়া-২১)



ছোট্ট শিশু পথের ধারে দুচোখে তার কান্না ক্ষুধায় তার পেট জ্বলে ঘরে হয়নি রান্না। অসহায় মা ক্ষুব্ধ চোখ সমাজ গিলে খাবে, এবার ভোট এলে পরে ঝাটার বাড়ি পাবে। সারাদিন গতর খেটে অর্ধেক দাম পায় অভাব তার নিত্য সাথী অভুক্ত দিন যায়। ছোট্ট হাতে সোনার চুরি হাতে যে হাতকড়া , ও বাবুরা বড়ই সাধু ওরা ঘাটের মরা। ১৭/০৯/২০১০ অর্চি মিডিয়া সেন্টার প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর সন্ধ্যা ৮টা ৪৫ মিনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।