আমাদের কথা খুঁজে নিন

   

RAM বৃদ্ধি না করে যেভাবে কম্পিউটারের গতি বৃদ্ধি করবেন (Windows XP Operating System এর জন্য)

"যত সমস্যা, তত সমাধান"

আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নাই । কম্পিউটার ঠিকমত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে, খুব বেশি program install করলে যে কোন কম্পিউটার slow হয়ে যাবে । আসুন দেখে নেই কম্পিউটার পরিষ্কার করে কিভাবে তার গতি বৃদ্ধি করবেন । ১. Start menu থেকে run এ গিয়ে tree লিখে enter দিন । ২. Start menu থেকে run এ গিয়ে prefetch লিখে enter দিন ।

৩. Start menu থেকে run এ গিয়ে temp লিখে enter দিন । একটি নুতন window তে সব temporary file দেখতে পাবেন । সব delete করে দিন । ৪. Start menu থেকে run এ গিয়ে &#xte;mp% লিখে enter দিন । আরেকটি নুতন window তে সব temporary file দেখতে পাবেন ।

সব delete করে দিন । যে temporary file টি delete হবে না তা বাদ দিয়ে সব delete করে দিন । ৫. Start menu থেকে search এ গিয়ে .bak লিখে search দিন । সব backup file delete করে দিন । ৬. এভাবে একে একে *.bac, *.bak, *.bck, *.bk!, *.bk$ লিখে search দিয়ে সব backup file delete করে দিন ।

৭. Start menu থেকে search এ গিয়ে .tmp লিখে search দিন । সব temporary file delete করে দিন । ৮. Hard drive এর উপর mouse pointer রেখে right button click করুন । Properties select করে General Tab এ Disk Cleanup Option টি ব্যবহার করুন । এভাবে প্রতিটি Hard drive এ Disk Cleanup Option টি ব্যবহার করুন ।

৯. Hard drive এর উপর mouse pointer রেখে right button click করুন । Properties select করে Tools Tab এ Defragment Now… button click করুন । এখান থেকে প্রতিটি Hard drive এ Defragment করে নিন । ১০. Desktop যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করুন । অপ্রয়োজণীয় বা অল্প প্রয়োজণীয় file বা shortcut icon রাখবেন না ।

১১. Hard drive এ ৩০% ফাকা জায়গা রাখার চেষ্টা করুন । ১২. Mouse এ স্বাভাবিক cursor style ব্যবহার করুন । ১৩. Schedule task যতটা সম্ভব কম রাখার চেষ্টা করুন । ১৪. Taskbar এ Quick lunch যতটা সম্ভব কম রাখার চেষ্টা করুন । ১৫. C:/ drive এ Program install এর বাইরে অতিরিক্ত কিছু রাখবেন না ।

এরপরও যদি আপনার Computer এর Performance আপনাকে সন্তষ্ট করতে না পারে তবে নীচের পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন । My Computer এর উপর mouse pointer রেখে right button click করুন । Properties select করে Advance Tab এ Performance থেকে Settings click করুন । Performance Option window এর Visual Effects Tab এ চারটা Option দেখতে পাবেন । এখানে Adjust for best performance Option Select করে OK করলে কম্পিউটার এর গতি বাড়বে ঠিকই কিন্ত Appearance ভাল হবে না ।

তাই আমার Suggestion হলো Customs Option Select করে অপ্রয়োজণীয় Checkbox গুলো Uncheck করে OK করে বের হয়ে আসুন । এবার পরীক্ষা করে দেখুন কম্পিউটারের গতি বাড়ল কিনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।