আমাদের কথা খুঁজে নিন

   

এই প্রজন্মের একটি গান

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

ষোল/সতেরো বছরের একটি কিশোরীর কন্ঠস্বর যে এত মিষ্টি, এত Mature হতে পারে রিফাতের গাওয়া গানটি শোনার আগে ধারণা ছিল না। এর আগেও অল্প বয়েসী Mature কন্ঠস্বর শুনেছি, ... তবে রিফাত যেন অন্যরকম। রিফাত-এর গাওয়া গানটির নাম ‘শূন্যতা’ ।

অ্যালবামের নাম “রিপন খান ফিচারিং -মিক্স সেসন-ওয়ান”। মিষ্টি মেলোডিয়াস গানটির কম্পোজিশন চমৎকার। এসব সাফল্যের পিছনে রয়েছে রিপন খান এর বহু বছরের অভিজ্ঞতা । তবে ইউ টিউব থেকে রিভিউ করছি গীতিকারের নামটি জানা গেল না। রিপন খান কে শুভেচ্ছা, সেই সঙ্গে রিফাতের দীর্ঘ সংগীতজীবন কামনা করছি।

উৎসর্গ: বাঁশপাতা। নতুন আত্মীয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।