আমাদের কথা খুঁজে নিন

   

প্রচরনা না প্রতারনা



"উৎসবের নতুন উপহার"শিরোনামে বাংলাদেশের এক মোবাইল অপারেটোরের বিঙ্গাপন দিয়েছে জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায়। বড় করে লেখা"৩৫০ টাকা তাৎক্ষণিক বোনাস"। এই তাৎক্ষণিক বোনাস নিয়েই আমার যতকথা। তাৎক্ষণিক বোনাস বলতে আমি যা বুঝি তা হল সিম চালুর সঙ্গে সঙ্গে যা বোনাস হিসেবে পাওয়া হয়। সে অর্থে ওই অপারেটোরের সিম চালুর সাথে সাথে ৩৫০ টাকা পাওয়ার কথা।

প্রতরণাটা ঠিক এখানেই। বিগগাপনের ঠিক নিচেই আনুবীক্ষণিক সাইজে লেখা "৫০ টাকা তাৎক্ষণিক বোনাস"। বাকি ৩০০ টাকার পেতে হলে আপনাকে ছয় মাস ৫০ টাকা করে রিচার্জ করতে হবে। তাই যদি হয় তবে ৩৫০ টাকা তাৎক্ষণিক বোনাস এত বড় করে লেখা কেন?স্রেফ ধোকা দেয়ার নিমিত্তেই এই চাতুর্যবৃত্তি । মানুষ বড় লেখা দেখেই যেন তাদের সিম কিনে।

বাংলাদেশে এত ধারার বুদ্ধিজীবী থাকতেও এদের সমালোচনা কেউ করে না। নাকি এরাও হালুয়া রুটির লোভে দেশপ্রেমের মুখোশ পড়ে জনগণকে ধোকা দিচ্ছেন???????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.