আমাদের কথা খুঁজে নিন

   

নিয়োগ বিজ্ঞাপনে 'সাবজেক্ট' উল্লেখ

আমার কথা

অনেক দিন ধরেই একটা বিষয় খেয়াল করছি। প্রায় সবগুলো বেসরকারি ব্যাংক তাদের নিয়োগ বিজ্ঞাপনে কিছু নির্দিষ্ট বিষয় থেকে পাস করা লোকদের আহ্বান করছে। 'বিষয়' বাছাই এমন নয় যে তা সামঞ্জসপূর্ণ। যদি এমন হতো যে ব্যাংকগুলো ঠিক করতো তারা বিজনেস গ্রাজুয়েট বা ইকোনমিক্স থেকে পাস না হলে নিবে না তাহলে কোন কথা ছিল না। ব্যাংকগুলো আর্থিক প্রতিষ্ঠান, তাই তারা এমনটি চাইতেই পারে (?)।

কিন্তু সেখানে পরিসংখ্যান বা গণিত থাকে কিন্তু থাকে না পদার্থবিদ্যা বা রসায়নের মত বিষয়। ইংলিশ আছে কিন্তু সাংবাদিকতা বা রাষ্ট্রবিজ্ঞান বা দর্শণের মতে সাবজেক্ট নেই। কম্পিউটার সায়েন্স আছে কিন্তু অন্য কোন প্রকৌশল সাবজেক্ট নেই। এর মানে কি? যদি চাকরি পেতে বা চাকরির জন্য আবেদন করতে শুধু এই বিষয়ের উপর পড়ালেখা থাকতে হবে এমন হয় তো বাকি বিষয়গুলি বন্ধ করে দিলেইতো হয়। কিছু কমন সাবজেক্টের তালিকা দেখুন (i) Economics (ii) Accounting (iii) Management (iv) Banking (v) Finance (vi) Finance & Banking vii) Marketing (viii) English (ix) International Relations (x) Computer Science (xi) Computer Engineering (xii) Computer Science & Engineering (xiii) Mathematics (xiv) Statistics (xv) Agricultural Economics. সব ব্যাংকগুলোতে ঘুরে ফিরে এই বিষয়গুলোই দেয়া থাকে।

এটা কি তারা জেনে বুঝে করছে নাকি পূর্বে প্রকাশিত অন্য কোন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে কপি করা? রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলি যদি যেকোন ক্যাটাগরির লোক নিয়োগ করে তাদের কাজ চালাতে পারে তবে বেসরকারি ব্যাংকগুলো নয় কেন? আর ব্যাংকের অফিসারর এমন কোন আহামরি কাজ করেন না যে ঐ বিষয়ের উপর পূর্বজ্ঞান না থাকলে হিমশিম খাবে। যতদূর জানি তাদেরকে একটা ট্রেনিং এর ভিতর দিয়ে আসতে হয়। আর ব্যাংকে বসে তারা যে ধরণের কাজ করেন তা যেকোন গ্রাহক মাত্রই জানেন। এ বিষয়ে সরকারের পরিষ্কার নির্দেশনা থাকা উচিত। শুধু ব্যাংক নয় আরো অনেক প্রতিষ্ঠানও এ ধরণের সাবজেক্ট বাছাই করে দিচ্ছে।

বেশ কয়েক বছর আগে প্রফেশনাল ডিগ্রি নামে চার বছরের অনার্স কোর্স চালু করা হলো। তারপর মাঝ পথে এটা নিয়ে আন্দোলন হলো। সরকারের পক্ষ থেকে নির্দেশনা এল যে এটি পূর্বের মাস্টার্স এর সমমান। এবং এটাও বলা হলো যে যেকোন সাধারণ চাকরির জন্য অনার্স কোর্স শেষ করাটাই যথেষ্ট। চাকরির বিজ্ঞাপন কিন্তু সে কথা বলে না।

অনার্স এর পর মাস্টার্স করতে এখনো এক বছরের জায়গায় পৌনে দুই বছর লাগে। এই সময়টা কিন্তু খুবই মূল্যবান। এবং হতাশ হবার জন্য এই সময়টাই যথেষ্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।