আমাদের কথা খুঁজে নিন

   

আর কত ???.......(পুনরায়)

এখনো জেনে চলেছি

জন্মেছি ঠিক জন্মানোর যাবতীয় প্রণালী সমূহের ভিতর দিয়ে।রক্ত ঝরেছে সাগরসম,অত্যাচারের পাষবিকতায় গলা দিয়ে বেরিয়েছে আর্তনাদ,বিবেকহীনতার তীব্র ফলায় জর্জরিত হয়েছি বারবার..............অতঃপর বিরান এক শশ্নান ভুমিতে আকাশে বাতাসে বাজতে থাকা বুকফাটা হাহাকারের মাঝে জন্ম নিয়েছি আমি বাংলাদেশ। ভুলে যাইনি তাঁদের যাঁরা অসম সাহসে বলি হয়েছে নিপীড়কদের খড়গতলে,অবলীলায় বিলিয়ে দিয়েছে আপন প্রানখানি,বিভিষীকার অস্রমুখে দাঁড়িয়ে বীরদর্পে বলেছে,এই বাংলা আমার মা;প্রাণ যায় যাক,পরোয়া করি না। ভালবাসার আবেগে বাষ্পিত নয়নে আজও মনে পড়ে তাঁকে এবং তাঁদের,যিনি ও যাঁরা তাঁর এবং তাঁদের ধীশীলতায়,বিচক্ষণতার সর্বোচ্চ পর্যায় দিয়ে,অনবদ্য চেতনার সমম্বয়ে একত্রিত করেছিল একদল ভুবন শ্রেষ্ঠ সেনানীদের যাঁরা কাঁপিয়ে দিয়েছিল বিশ্ববাসীকে। আজ আমি কেঁদে মরি পনের কোটি জনতার ভীড়ে,খুঁজে বেড়ায় সেই লুপ্ত প্রায় উদ্বত চেতনার অবশিষ্টাংশ।অবাক চোখে তাকিয়ে দেখি, আমাকে-ই বিবস্র করার প্রয়াসে উদাসী মনোভাব।আমাকে ছিঁড়েখুড়েঁ খাবার অপচেষ্টায় লিপ্ত যখন স্বনামে-বেনামে হিংস্র হায়েনারা,আমার বুকভারী করা পদচারনায় লিপ্ত পা গুলো কেমন যেন আড়ষ্ট!সেই হাতগুলো আজ যেন কর্তব্য অবহেলার দায়ভারে নুয়ে পরেছে! "আমরা বাংলাদেশী।দল,মত,ধর্ম এবং বর্ণ নির্বিশেষে কাজ করব আমরা একসাথে,এগিয়ে যাব আমরা স্ব-নির্ভরতার পথে।".....এই চেতনা কি তবে আজ শুধুই এক অপভ্রংশ ? আর কত ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।