আমাদের কথা খুঁজে নিন

   

আমার ঘর নির্জনতার...

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
আমি ঘর বেঁধেছি নির্জনতার সাথে নিরবতার শুধু বসবাস তাতে। কান্নার কাছে আমি আছি বন্দি বেদনাকে করে নিত্যসঙ্গি। সুখ এখানে নির্বাসিত দু:খরাই আজ নির্বার্চিত। জীবন আমার দু:খের আর এক নাম হয়না কখোন সুখের পলিও কিংবা হাম। গেছো চলে আমার জীবন করে সাদা কালো ছিলে তুমি জীবন আলো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।