আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনা



১৫-০৯-২০১০: গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর মতিহার থেকে কক্সবাজারগামী বনভোজনের একটি বাস কর্ণফুলী তৃতীয় সেতু পার হওয়ার পর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই সহকারী নিহত হন। আহত হন অন্তত ১০ জন। আজ খুলনা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস ভোর পাঁচটার দিকে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে অজ্ঞাত এক পুরুষ যাত্রী নিহত ও ৪০ জন আহত হয়। আজ সকাল ছয়টার দিকে একই মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় ঢাকাগামী এসএ পরিবহনের একটি বাসকে অতিক্রম করার সময় ঈগল পরিবহনের একটি বাস এসএ পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অজ্ঞাত এক মহিলা নিহত ও প্রায় ৪০ জন আহত হয়। আজ বিকেল পাঁচটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়াবাজার ইউনিয়নের ধারনবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মামা-ভাগ্নিসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়।

রাজধানীর খিলগাঁও উড়াল সেতুর ঢালে আজ বুধবার রাতে সোহাগ পরিবহণের একটি বাস উল্টে গিয়ে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হন। এত মৃত্যু এক দিনে ......... একটু সতর্ক হলেই কি সড়ক দুর্ঘটনা রোধ করা যেত না ? ঈদের শেষে এমন পরিনতি কে চায় ? আসুন আমরা সতর্ক হই। সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।