আমাদের কথা খুঁজে নিন

   

নেট বিহীন রাতের ফেসবুক স্টেটাস.....

নিজেকে চিনতে পারিনি এখনো!
নেট না থাকলে মাথায় হাজারো স্ট্যাটাস ঘুরপাক খায়, কালকে রাতে আমার মাথার কয়েকটা স্টেটাস: ১. নেট কানেকশান বিহীন রাত যেন প্রেমিকাহীন প্রেমিক। ২. গাড়ীর স্টিয়ারিং ড্রাইভারের হাতে থাকলে যেমন যেদিকে ইচ্ছা গাড়ি ঘুরানো যায়, আমার মনে হইল ফারুকী সাহেব তাই করেছেন। (থার্ড পারসন - ছিঃনেমা) ৩. লুইচ্ছামি নিয়া ছিনেমা বানানোর কোন কারন ই হয়না, এইডা নিয়া ছবি বানানোডাই হইল গিয়া বড় লুইচ্ছামি। ( ) ৪. সিনেমায় লুইচ্চামির অভিনয় হয়নাই, কারন লুইচ্ছামিও একরকমের আর্ট। তয় তপুর অভিনয় ভাল্লাগছে, দি গ্রেট লুইচ্ছা।

৫. এনটিভির পার্থদা ও বাপ্পাদার কনসার্ট জোশ লাগতাছে। পার্থদা যখন রুমঝুম রুমঝুম বৃষ্টি পড়ে মন দরিয়ায় তুফান উড়ে গানটা শুরু করল, তখনই আমার এইখানে বৃষ্টি শুরু হইছে, চরামস!!! ৬. নেট না থাকাতে ভালই হইছে, ৩ ডা ছিনেমা দেখবার পারছি। ৭. ওহ! ভোর হইয়া গেছে, ঘুমাইতে যাই। আরো অনেকগুলা মাথায় ঘুরছিল, কিন্তু এখন মনে পড়তেছে না। আমার আবোল তাবোল পোস্ট লেখা শেষ।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।