আমাদের কথা খুঁজে নিন

   

...গতি হারানো, ...স্থির "প্রলাপ"

লিখিতে শিখিতে চাহি

রাত ১২:০০ টা... শব্দবেষ্টিত-আমি বসে আছি। ...গতি হারানো, ...স্থির শব্দ। ...ফ্যান এর শব্দ, ...ঝি ঝি পোকার শব্দ, খট-খট-খট - কী বোর্ডের শব্দ, ...বাতাসে জানালার-পর্দার দুলে ওঠার, মৃদু "না শোনা" শব্দ ...অতীতের শব্দ, ...ভবিষ্যতের শব্দ, ...আঁধারের শব্দ, ...দেয়াল ঘড়িটার টিক টিক টিক শব্দ, ...সময়ের শব্দ.... রাত ১২:০০ টা... আলোবেষ্টিত-আমি বসে আছি। ...গতি হারানো, ...স্থির আলো। LCD মনিটরের তীক্ষ্ণ আলো, ...কী-বোর্ডের নাম-লক ইনডিকেটর LED-টার সবুজ আলো, ...এই ঘরের লম্বা ফ্লুরোসেন্ট বাতির, সাদা আলো, ...চাঁদের, নির্বোধ আলো, ...আশে পাশের দালান গুলোতে না ঘুমানো কামরা গুলোর আলো, ...আমার স্বপ্নের আলো, ...আলোর আলো... আঁধারের আলো..... রাত ১২:০০ টা... স্বপ্নবেষ্টিত আমি বসে আছি। ...গতি হারানো, ...স্থির স্বপ্ন। ...গতি হারানো, ...স্থির আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।