আমাদের কথা খুঁজে নিন

   

শেষ আশ্রয়

আমি এক ভবঘুরে; ঘুরি এ জগত জুড়ে

কবিতা, তুমিই আমার শেষ আশ্রয়- যখন পৃথিবী ঘুমায় ভীষণ ঘুমের বিছানায়; অভিমানী চাঁদ বেদনার আলো ছড়ায়; বিরহী ঝিঁঝিঁর করুন সুর আঁধারে মিলায়: তখন তোমার নির্ঘুম চোখ জগিয়ে রাখে আমায়। নিস্তব্ধ সকাল, অলস দুপুর অথবা ক্লান্ত সন্ধায় আমার একাকী বেলা-অবেলায় চরম নি:স্বঙ্গতায় তোমার ভাবনায় আমি হারাই মৌনতায়। যখন কেউ বোঝেনা আমার ভীষণ ব্যথা আর বেদনার জ্বালা তখনও তুমি শুনে যাও আমার অব্যক্ত কথামালা জানি কেউ কারো নয়: তবুও কেন যেন মনে হয় কবিতা, তুমিই আমার শেষ আশ্রয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।