আমাদের কথা খুঁজে নিন

   

তুমি স্বাগত এই দেশে

কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই।

হে নবাগত তুমি স্বাগত এই দেশে এসো গর্বিত বাঙালি রূপে এসো ক্ষুদিরাম, এসো সূর্যসেনের দেশে এসো নজরুল নামে বিস্ফোরণের বেশে তুমি এসো, এসো আপন রূপে তুমি স্বাগত এই দেশে। দেবো স্বাধীনতা, দেবো গর্বিত ইতিহাস মোদের নিয়ে যত পার কর উপহাস মোরা আজ ব্যর্থ, ব্যর্থতার চরম শিখরে নাহি পারি গড়তে, নাহি পারি রুখতে মোরা যে লিপ্ত ভোগে আর ধ্বংসে তুমি এসো, এসো মোদের ব্যর্থতা ঘুচাবে বলে এসো বুক ভরা ভালবাসা নিয়ে এসো হৃৎপদ্ম হয়ে তুমি এসো, এসো আপন রূপে তুমি স্বাগত এই দেশে। ১৯.০৮.২০১৩।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।