আমাদের কথা খুঁজে নিন

   

কর ন্যায়পাল বিলুপ্ত ..হা্য়রে আমার দেশ

ভালো ..তবে কালো

কর ন্যায়পাল বিলুপ্ত হয়েছে। কর ন্যায়পাল (রহিতকরণ) আইন, ২০১০ গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। ২০০৫ সালে কর ন্যায়পাল প্রতিষ্ঠা করা হয়েছিল। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক ব্রিফিংয়ে বলেন, ২০০৫ সালের কর ন্যায়পাল আইনের মাধ্যমে কর ন্যায়পাল গঠিত হয়েছিল। এই আইনটি বিদ্যমান আয়কর আইন, শুল্ক আইন ও মূল্য সংযোজন আইনের পরিপন্থী হওয়ায় তা রহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাছাড়া কর ন্যায়পাল কার্যালয়ের তেমন কোনো কাজও ছিল না। তিনি বলেন, কর ন্যায়পাল আইনের আওতায় একজনকে কর ন্যায়পাল নিয়োগ এবং তার অধীনে ৪৪ কর্মকর্তা-কর্মচারী দেয়া হয়েছিল। কর ন্যায়পাল এরই মধ্যে অবসর গ্রহণ করেছেন। ৪৪ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ২২ জন সরকারের অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছিল। অবশিষ্টদের নতুন নিয়োগ দেয়া হয়।

তাদের মধ্যে যাদের অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রেষণে এনে নিয়োগ দেয়া হয়েছিল, তারা তাদের আগের কর্মস্থলে চলে যাবেন। আবুল কালাম আজাদ বলেন, কর ন্যায়পাল কার্যালয়ের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলো বিকল্প ব্যবস্থায় নিষ্পত্তির জন্য আপিল বোর্ড গঠন করা হবে। একইসঙ্গে এ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি প্রয়োগ করা হবে। এ ছাড়াও মন্ত্রিসভার বৈঠকে নিট ও ওভেন গার্মেন্ট শিল্প পণ্যের রফতানিকারকরদের রফতানি মূল্য থেকে উেস কর দশমিক ১ শতাংশ কমিয়ে দশমিক ৪ শতাংশ করার প্রস্তাবও অনুমোদন করা হয়। এ বছরের বাজেটে এ উেস কর দশমিক ২৫ থেকে বাড়িয়ে দশমিক ৫ করা হয়েছিল।

বিজিএমইএ’র আবেদনের প্রেক্ষিতে মন্ত্রিসভায় এ প্রস্তাবটি উপস্থাপন করা হয়। মন্ত্রিসভার বৈঠকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গত ৩ ও ৪ আগস্ট অনুষ্ঠিত বিশেষ সভায় যোগদান সংক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির একটি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং মন্ত্রিসভাকে এ বিষয়ে অবহিত করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ের কর্মচারীদের ঈদ শুভেচ্ছা মিনিয়ম : মন্ত্রিসভার নিয়মিত বৈঠক উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সচিবালয়ে অফিস করেন। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূঁইয়া মিলন, শাহাজান মিয়া, জালাল উদ্দিন, আতিকুল ইসলামসহ কর্মচারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। তারা প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।