আমাদের কথা খুঁজে নিন

   

কথা দিলাম এইবারের ঈদে সব চ্যানেল আমাগো দখলে!

হারাতে চাই নিঃষীম আধারে,ডুবে যেতে চাই নিকশ কালোয়....যদি তোমায় না পাই আলোয়.........

এবারের ঈদে বাইরে কোথাও যাইনি,ঘরের মধ্যে বসে আছি। ঘরে বসে থাকা,তাও আবার ঈদের সময়,কম কি খারাপ লাগে। ঈদ ব্যাপারটা তো টের পেতে হবে। কিভাবে? ইডিয়ট বক্সের সামনে বসে থেকে! প্রায় অর্ধমাসব্যাপী চলার অঙ্গীকার নিয়ে এক ডজনেরো বেশি টিভি চ্যানেলের সঙ্গে থাকার আকুতিতে সাড়া দিয়ে ঈদের প্রোগ্রামগুলা বেশ জোরে -সোরেই গিলতেছি। সকাল,দুপুর,সন্ধ্যা,রাইত...হাতে এক পিস রিমোট আর চশমার বাইরে একুশ ইঞ্চি একটা স্ক্রিনে এক ব্যাটা মশাল নিয়া সেবায় দিন বদলানোর লাইগা কই থেইকা কই দৌড় পারতেছে!যেই চ্যানেলে যাই,যাই দেখতে যাই,ঘুইরা ফিরা এই দৌড়াদৌড়ি দেখা লাগে আমি উনারে দেখতে দেখতে টায়ার্ড,বাট উনি দেশের এক কোনা থেইকা অন্য কোনায় ঈদের দিন থেইকা দৌড়ায়াও টায়ার্ড হয় না উনি মশাল নিয়া দোড়ায় আর কথা দেয়,উনার এত কথা আমি কই রাখুম এইবারের ঈদ এই ভাইরে দেখতে দেখতেই কাটাই দিলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।