আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের গান

!!!

এবারের ঈদে রেকর্ড সংখ্যক প্রায় ১৫০টি অডিও এ্যালবাম রিলিজ হয়েছে। গান যেহেতু পছন্দের তাই খেয়াল রেখেছি পছন্দের শিল্পীদের এ্যালবাম বের হয়েছে কি না। পছন্দের তালিকায় আছেন- সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, অর্ণব ও হাবীব। হাবীব চলচ্চিত্রে সুরারোপের কাজ করছেন এবং সম্পূর্ণ নতুন একটা স্টাইল প্রতিষ্টা করতে সক্ষম হয়েছেন। অন্তত ফিল্মের গান বলতে আমরা যা শুনে থাকি তা থেকে হাবীবের গানসমূহ একদম আলাদা। তবে টেকনলজির অতিরিক্ত ব্যবহার অনেক সময় গানের স্বাভাবিক শ্রুতি মধুরতাকে রোধ করেছে বলে মনে হয়। আবার এই টেকনলজিকে অস্বীকার করার উপায়ও নেই। যাই হোক ঈদের বেশ কিছু গান সংগ্রহ করে শুনা হচ্ছে- যা আমার ঈদের আনন্দের একটা অংশ। আপনাদের সাথে সেই আনন্দ শেয়ার করে নিলাম। ■ অমর প্রেমের কাহিনী- হাবীব ও ন্যান্সি ■ অভিমান- সামিনা চৌধুরী, এ্যালবাম: পরস্পর ■ আকাশ দেখে প্রতিদিন- সামিনা চৌধুরী ও বাপ্পা মজুমদার, এ্যালবাম: পরস্পর ■ আমার সুখের সাথে- হাবীব, এ্যালবাম: জাস্ট ওয়াহিদজ ■ ইচ্ছে হলে- ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার, এ্যালবাম: পরস্পর ■ একা লাগে- ফাহমিদা নবী ও রূপঙ্কর, এ্যালবাম: পরস্পর ■ কার খেয়ালে- বাপ্পা মজুমদার, এ্যালবাম: রাজীব’স মিউজিক বক্স ■ কোথায় যাবে উড়ে- সামিনা চৌধুরী ও রূপঙ্কর, এ্যালবাম: পরস্পর ■ চাঁদ কে যেমন- বালাম ও ন্যান্সি, এ্যালবাম: কমন জেন্ডার ■ ডুব- হাবীব, এ্যালবাম: প্রজাপতি ■ তিমির বিদারী প্রেম- হাবীব, এ্যালবাম: জাস্ট ওয়াহিদজ ■ তুমি- ফাহমিদা নবী, এ্যালবাম: বলো না বিদায় ■ পাখী- ফাহমিদা নবী, এ্যালবাম: আলপনা ■ প্রজাপতি- হাবীব ও কনা, এ্যালবাম: প্রজাপতি ■ প্রত্যাখান- বালাম, এ্যালবাম: প্রজাপতি ■ প্রেম আছে প্রেম নাই- বাপ্পা মজুমদার, এ্যালবাম: আলপনা ■ বিভ্রম- অর্ণব, এ্যালবাম: আলপনা ■ ভেবেছিলাম- রূপঙ্কর, এ্যালবাম: পরস্পর ■ মাগো মা- বালাম, এ্যালবাম: কমন জেন্ডার ■ লাভ ইউ প্রিয়া- সামিনা চৌধুরী ও এন্ড্রু কিশোর, এ্যালবাম: লাভ ইউ প্রিয়া ■ রানি- বাপ্পা মজুমদার, এ্যালবাম: পরস্পর ■ সবার কথা- ফাহমিদা নবী, এ্যালবাম: পরস্পর ■ হবো ঝড়ো হাওয়া- বাপ্পা মজুমদার ও রূপঙ্কর, এ্যালবাম: পরস্পর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.