আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার ব্যাবসা ৫/০৮

মা বাবার সেবা করা সবচেয়ে বড় ইবাদত

শেয়ার মার্কেটের বিভিন্ন শেয়ারের দাম কিভাবে পড়ব ? শেয়ার মার্কেটের বিভিন্ন কম্পানির শেয়ারের দাম ডিএসইর ওয়েবসাইটে পাওয়া যায়। এখানে বিভিন্ন কম্পানির শেয়ারের দামের বিবরণ উপরের ছবির মত দেয়া থাকে। আসুন এবার শিখে নেই কিভাবে এই তথ্য গুলো পড়ব। ১। Last Trade: এই কম্পানির লাস্ট ট্রেড কত টাকায় হয়েছে।

দেখা যাচ্ছে এই কম্পানির একটি শেয়ারের দাম সর্বশেষ ৩৩২.৪০ টাকায় হয়েছে। ২। Day's range: ঐ দিনে ঐ কম্পানির একটি শেয়ারের দাম সর্বোচ্চ ও সর্বনিম্ন যা। দেখা যাচ্ছে ঐ দিনে এই কম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ ৩৩৮ টাকা ও সর্বনিম্ন ৩২৯.৭ টাকা। ৩।

Open price: যেইদিনের দাম দেখান হচ্ছে সেইদিনে ঐ কম্পানির শেয়ারের দাম কত দিয়ে শুরু হয়েছে। ৪। Yesterday close: যেইদিনের দাম দেখান হচ্ছে তার আগের দিনে শেয়ারটির লাস্ট দাম কত ছিল। ৫। Volume: মোট কতগুলো শেয়ার কেনা বেচা হয়েছে।

দেখা যাচ্ছে ঐ দিনে ১১০৬১৫০ টি শেয়ার কেনাবেচা হয়েছে। যেহেতু এই কম্পানির লট সংখ্যা ৫০ টি । তাই মোট ১১০৬১৫০/৫০=২২১২৩ টি লট কেনাবেচা হয়েছে। ৬। Total trade: ঐ দিনের মোট ট্রেড সংখ্যা।

৭। Change: আজকের লাস্ট প্রাইস ও গতকালের লাস্ট প্রাইসের পার্থক্য(৩৩২.৪-৩৩০.৯=১.৫) ও তার পার্সেন্টেজ। ৮। 52 week's range: ঐ দিন থেকে ১ বছর আগের সময়ের মধ্যে ঐ শেয়ারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম। ৯।

Market lot: ঐ কম্পানির মার্কেট লট। ১০। এখান থেকে কম্পানির বিগত সময়ের শেয়ারের দাম ও ভলিউমের চার্ট দেখা যায়। Total Trade মানে হল ঐ দিনে কতগুলো ট্রেড হয়েছে। মনে করুন আপনি ১ লট, আপনার বন্ধু ২ লট শেয়ার কিনল এবং আমি ১ লট শেয়ার বিক্রি করলাম, তবে ঐ দিনের ট্রেড সংখ্যা হবে ৩টি।

অর্থাৎ যতবার লোকজন আলাদা আলাদা ভাবে ঐ শেয়ারটি কিনবে ও বিক্রি করবে তাই হচ্ছে টোটাল ট্রেড । খেয়াল করবেন লট এর সাথে ট্রেড এর কোন সম্পর্ক নাই। অর্থাৎ আপনি যদি একবারে ১০ লট শেয়ার কেনেন বা বিক্রি করেন তবেও ট্রেড একটা আবার একবারে ১ লট কিনলে বা বিক্রি করলেও ট্রেড একটা। কিন্তু আপনি যদি ১ লট কেনা/বেচার পরে আবার ১ লট কেনেন/বেচেন তবে ট্রেড কিন্তু হবে ২ টা। আশা করি বুঝতে পেরেছেন।

১ম পর্ব Click This Link ২য় পর্ব Click This Link ৩য় পর্ব Click This Link ৪র্থ পর্ব Click This Link মূল লেখা Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.