আমাদের কথা খুঁজে নিন

   

নেই যেখানে ইতি

আমি একজন অতি সাধারন মানুষ। সুন্দরের সন্ধানে ঘুরে বেড়াই জলে স্থলে অন্তরীক্ষে। এই ব্লগে প্রচারিত ধারাবাহিক উপন্যাস এবং কবিতা আমার নিজ ব্লগ নীল নক্ষত্রে প্রচার করছি।

[বাসি ঈদের বাসি কাব্য] এখনও ইচ্ছে করে কোন পূর্ণিমা রাতে রবি ঠাকুরের জোসনা ভেজা পথে রজনী গন্ধ্যা সুবাস নিয়ে মানসীর স্বপ্ন রাঙ্গা হাতে হাত রেখে চলে যাই অনেক দূরে- যেখানে জল আসবে না চোখে আর থাকবে না সুকান্তর ঝলসানো রুটি। এখনও ইচ্ছে করে ঝর ঝর বাদল দিনে সুকুমার ছন্দে পায়ে পায়ে হারিয়ে যাই মেঠো পথ প্রান্তরে, নয়ত যেখানে থরে থরে সাজানো সরষে ফুলের পাশে হলুদ আঁচলে বিছানো মায়া ঘিরে জসিম উদ্দিনের মটর সুটি।

এখনও ইচ্ছে করে শিমুল পলাশের ফাগ মেখে জোনাকী প্রদীপ হাতে নিয়ে বসন্ত রাতে জয়নুলের ছবি হয়ে জীবনান্দের ধানসিড়ি নদীর বুকে পাল তুলে স্বপ্নের দেশে যাই ছুটি। দূরন্ত ইচ্ছে গুলো রেখেছি বেধে। চক্ষুহীন ঘুণে ধরা সমাজে নিষেধের বেড়া ভেঙ্গে পারে না মেলতে ডানা দূর নীলিমায়, শুধু গুমরে ফিরে অন্ধ নীল কারাগারে। তাই ইচ্ছে করে শিকল ভেঙ্গে হৃদয়হীন সমাজের অন্ধ শাসন ভেঙ্গে নজরুলের বিদ্রোহী আগুন জ্বেলে ছিনিয়ে আনি প্রিয়তমার মেহেদী রাঙ্গা হাত দুটি। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।