আমাদের কথা খুঁজে নিন

   

নকল পয়সা বের করার নিয়ম



নকল পয়সা বের কারার পদ্ধতি বলার আগে সমস্যা টা বলিঃ ৮ টা পযসা'র মর্ধ্যে ১টা পয়সা নকল। নকল পয়সা দেখতে হুবহু আসল পয়সার মতই। কিন্তু নকল পয়সা ওজনে আসল পয়সা থেকে একটু ভারি। এখন ১টি দাড়ি পাল্লা ( বাট খারা ছাড়া) দিয়ে কিভাবে দুই বার দাড়িপাল্লাটি ব্যবহার করে নকল পয়সাটি বের করা যাবে? ৩বার দাড়িপাল্লা ব্যবহার করে নকল পয়সার থলে বের করার পদ্ধতিঃ ১ম বারঃ ৪টা ৪টা করে দুই পাসে নিয়ে ওজন নেই। যে পাস ভারি ওই পাসে নকল পয়সা খাকবে। তাহলে ৪টা পয়সার মর্ধ্যে নকল পয়সা খুজতে হবে। ২য় বারঃ এখন ২টা ২টা করে দাড়িপাল্লার দুই পাসে তুলে ওজন নেই। আবার যে পাস ভারি ওই পাসে নকল পয়সা টি থাকবে। ৩য় বারঃ একই ভাবে ৩য় বার ওজন নেওয়ার পর বলতে পারি কোন পয়সা টি নকল। ২ বার মাত্র দাড়িপাল্লা ব্যবহার করে কিভাবে নকল পয়সা টি বের করা যাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।