আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ মুভি রিভিউ:রিক্সাওয়ালার ছেলের বউ

No more will my green sea go turn a deeper blue I could not foresee this thing happening to you

গতকিছুদিন থেকে ঈদ উপলক্ষে আমার এখানে ফ্রি প্রিভিউতে এনটিভি আর এটিএন দেখাচ্ছে ৷ টিভিটা অন করেই ব্লগ করছিলাম,এনটিভিতে দেখলাম সাবিনা-রুনার গানের অনুষ্ঠান তাই এটিএনে গেলাম ৷ প্রথমে নিউস দেখালো তারপর শুরু হলো ঈদে যে ছবিগুলো মুক্তিপাবে সেগুলো নিয়ে মুভি রিভিউ ৷ ছবির নাম রিক্সাওয়ালার ছেলের বউ,যা বুঝলাম তাতে মনে হইলো ডিপজল নায়ক কিন্তু নায়িকা চিনি না ৷ দেখলাম নায়িকা বলছে ডিপজল নাকি গতানুগতিক ধারার ছবি বানায় না,সে নাকি কাহিনীর উপর জোর দেয় !!!! বাংলা ছবি লাস্ট করে দেখছিলাম জানি না তাই বিশেষ ধারণা নাই কিন্তু ডিপজল যে কোন টাইপের সে সম্পর্কে বোধকরি সবারই কিঞ্চিত ধারণা আছে ৷ যাহোক নায়িকা বলেই চলছে,গতানুগতিক ধারার ছবিগুলা নাকি ডিপজলের কাহিনী নির্ভর ছবির কাছে মার খাচ্ছে ৷ কাহিনী সংক্ষেপে বলতে গিয়া নায়িকা বলল তিনি বড়লোকের আদরের দুলালী কিন্তু তিনি এক রিক্সাওয়ালার ছেলের প্রেমে পরে যান ৷এর পরে সে যে কথাটা বলল আমি পুরাই টাসকি খাইলাম,নায়িকা বলে রিক্সাওয়ালারা ওতো মানুষ তার প্রেমেও তো যে কেউ পড়তে পারে !!!!!! এইগুলা ঠিকমত রিক্সাভাড়া দেয় কিনা তাতেই আমার সন্দেহ আছে আর বলে কি ! আর কাহিনী বলা যাবে না সেটা আপনারা হলে গিয়ে সপরিবারে দেখে আসবেন আশাকরি ! সবাইকে ঈদের শুভেচ্ছা,পরিবার-বন্ধু বান্ধবদের নিয়ে আপনাদের ঈদ হোক অনেক আনন্দময় ৷

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।