আমাদের কথা খুঁজে নিন

   

'দীন-ই-ইলাহি'

একজন সুখী মানুষ

সম্রাট শাহাজারনর জ্যেষ্ঠ পুত্র শাহাজাদা দারাশেকো বিদ্যানুরাগী ও সংস্কৃতিবান ব্যক্তিত্ব ছিলেন। ফরাসি ভাষায় ছিল অগাধ পান্ডিত্য। সনাতনধর্মের 'বৃহদারণ্যক উপনিষদ' গ্রন্থের বিষয়বস্তু মনে লেগে যাওয়ায় তিনি ফরাসিতে এর ভাষান্তর করলেন। এই অপরাধে কনিষ্ঠ ভ্রাতা আওরঙ্গজেব জ্যেষ্ঠ ভ্রাতাকে কাফের আখ্যা দিয়ে বধ করলেন। এতেও তার জেদ কমলো না। মৃতের জানাজার নামাজে যাতে কোনও মুসলমান শরিক না হয় তার পক্ষেও ধর্মকে ব্যবহার করলেন। কোন মুসমান জানাজায় না আসায় নিতান্ত পারিবারিকভাবে দারাশিকো দাফন সম্পন্ন হয়েছিল। অথচ এদেরই পৃর্বপুরুষ সম্রাট আকবর 'দীন-ই-ইলাহি' নামে একটি স্বতন্ত্র ধর্মমত প্রবর্তন করেও কাফের হননি। বাদশাহ-এর জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহন করেছিলেন। (দেখুন: সনাতনধর্ম : মত ও মতান্তর)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।