আমাদের কথা খুঁজে নিন

   

"ইনকিলাব, সংগ্রাম, আমার দেশ যা করতেসে ইউটিউবও তাই করসে, তবু আমার বঙ্গদেশে ইউটিউব বন্ধ আর ইনকিলাবের পিস ৩০ টাকা মাত্র- সত্যি জোকাই লামা, কি বিচিত্র এদেশ ......"

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... কিছুদিন আগে আমার সেই বদের হাড্ডি ছাত্র, যে তার ইঁচড়ে পাকা কথাবার্তার কারনে কম বয়সেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে;আমারে জিগায় ছাত্রঃ আইচ্ছা ভাইয়া আপনি তো গ্যানি মানুষ, কন দেহি বাংলাদেশে ইউটউব বন্ধ হইল কেন? আমিঃ ইউ টিউব কোন জাতের জিনিস না এইটা শুধু উল্টা পাল্টা জিনিস ছড়ায়। পোলাপাইনের পড়ালেখার দফারফা,জীবনডা ধংস কইরা ছাড়ে। শুধু তাই না আমাদের মহানবী (সঃ) কে নিয়ে অপমানজনক একটা ভিডিও "ইনোসেন্স অব মুসলিম" ইউটিউব থেকেই ছড়াইসিল, বুঝলা, এইটা থেকে দূরে থাকবা। ইউটিউব বন্ধ করা বাকশাল সরকারের ৫ বছরে একমাত্র ভালো কাজ ...... ছাত্রঃ ভাইয়া আপনি খালি ত্যানা পেঁচান, সরাসরি উত্তর দিতে পারেন না, ইউটিউব পোলাপাইনের পড়ালেখা নষ্ট করে ? আপনি জানেন আমাদের এই বাংলাদেশের "সালমান খান" তার "খান একাডেমী" নামের ইউটিউব চ্যানেল দিয়া ৫০ লক্ষ দরিদ্র মানুষরে শিক্ষা দিচ্ছে, আর ভাইয়া একটু বলেন মহানবী (সঃ) কে নিয়ে অপমানজনক যে ভিডিওটা ইউটিউবে ছিল, সেটাকি ইউটিউব নিজে বানাইসে ? আমিঃ না ইউটিউব ভিডিও বানায় না, মানুষ আপলোড করে, ফেসবুকের মত;এত কিছু বুঝ এইটা বুঝ না। এই ভিডিও এক আমেরিকান বানাইছিল, শালা একটা হারামি ......... ছাত্রঃ ঐ শালা অবশ্যই হারামি, তার চেয়েও অধম। কিন্তু ভাইয়া ইউটিউব যদি ভিডিওটা নাই বানায় তাইলে ইউটিউব বন্ধ হইল কেন? আমিঃ এইটা তুমি বুঝবা না, বুঝার বয়স হয় নাই, ইউটিউব ব্যাপারটা মানুষের মধ্যে ছড়াইতেছিল। ইউটিউব একটা গণ মাধ্যম, লাখ লাখ মানুষ ইউটিউব দ্যাখে...... ছাত্রঃ আমার দেশ, ইনকিলাব, নয়া দিগন্ত আর সংগ্রাম পত্রিকাও তো নাস্তিক ব্লগারদের লেখা সরাসরি প্রকাশ করেছিল। নবীজি (সঃ) কে অপমান করা হয় এমন জিনিস ছড়াইয়া মানুষকে পড়তে বাধ্য করছিল, তাহলে এই পত্রিকা গুলো নিষিদ্ধ হয় না কেন ? আমিঃ ঐ শালা নাস্তিক ব্লগাররা কি লিখল, সেটা মানুষকে জানাতে হবে না ? আর আমার দেশ তো বন্ধ হইসেই ...... ছাত্রঃ সেই কথা তো ইউটিউবের ক্ষেত্রেও খাটে, আর আমার দেশের অনলাইন ভার্সন তো কালকেই দেখলাম। আর বাকি গুলা ............ তাছাড়া ......... আমিঃ খালি ফালতু প্রশ্ন কর ক্যান ?? তুমি তো মিয়া নাস্তিক হইয়া যাইতাসো ... আর আজকে কত তারিখ, আমার ব্যাতন কৈ ? আঙ্কেল বাসায় ?? ডাকো, আঙ্কেলের সাথে একটু কথা বলি ............

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.