আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ উল ফিতর ১০ই সেপ্টেম্বর

~*..*~

পৃথিবীর কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া না যাওয়ায় আমরা নবী (সাঃ) সুন্নাহ মোতাবেক রমজান মাস ৩০ দিন পালন করবো ইনশাল্লাহ। তাই ঈদ উল ফিতর পালিত হবে ১০ই সেপ্টেম্বর, ২০১০। সালাতুল ঈদুল ফিতর তারিখ: ১০ ই সেপ্টেম্বর, ২০১০। স্থান: শাপলা কমিউনিটি সেন্টার, ধানমন্ডি ৯-এ, ঢাকা। জামা’আতের সময়: ইনশা-আল্লাহ সকাল ৯:০০ টা।

বি: দ্র: * ঈদের একটি জামা’আত-ই আয়োজন করা হয়েছে। ঢাকার বাইরে এবং দূর হতে আগত ভাইদের দেরী না করার অনুরোধ করা হচ্ছে। * ওযুর জায়গা সীমিত হওয়ায় ঈদগাহের কাছের ভাইদের ওযু করে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। যাকাত আল -ফিতরা পরিমান: হাদীস থেকে জানা যায়, যাকাত আল-ফিতরার পরিমান ১ সা’ খেজুর, বার্লি, কিসমিস, পনির ইত্যাদি। সা’ এর পরিমাপের পদ্ধতির কারণে কেজির হিসেবে ওজন কত হবে সে বিষয়ে আলেমদের মতপার্থক্য রয়েছে।

আলেমদের ফতোয়ার ভিত্তিতে ১ সা’ খাদ্যের ওজন ২ কেজি ৪০ গ্রাম থেকে ৩ কেজি পর্যন্ত। ফিতরা আদায়ের সময়: যাকাত আল-ফিতরা অবশ্যই ঈদের সালাতের আগে আদায় করতে হবে। Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।