আমাদের কথা খুঁজে নিন

   

মা ডাকে না বলে

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। শহর ছেড়ে গ্রাম গ্রামের শেষে বাড়ি বাড়ির সামনে পুকুর পাড়ে মা ঘুমিয়ে আছে মাটির ঘরে চারটি বছর ধরে। আমি ঘুমাই দালান কোঠার ঘরে নরম বিছানার পরে। ভেবে পাই না তাই আন্ধার ঘরে কঠিন মাটির পরে মায়ের দিন কাটে কেমন করে একা নির্জনে, নিঃশব্দ আগ্রাসনে। গাঁয়ের বাড়ির ঘরে মা থাকে না আর জেগে আমার পথ চেয়ে । আমার তাই পথ হাঁটা হয়না আর গাঁয়ের বাড়ির পাণে আগের মতো করে মা ডাকে না বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।