আমাদের কথা খুঁজে নিন

   

সময় বাড়ছে না সঞ্জয়ের আত্মসমর্পণের

১৯৯৩ সালে মুম্বাই হামলায় ব্যবহৃত অস্ত্র সংরক্ষণের দায়ে অভিযুক্ত অভিনেতা সঞ্জয়ের পক্ষে সম্প্রতি দুজন প্রযোজক আদালতে আবেদন করেন যেন তাকে আত্মসমর্পণের সময় কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্ট আবেদনটি প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে কোর্ট থেকে বলা হয়েছে, “আমরা আগেই বলেছি এই বিষয়ে কোন প্রকার আবেদন গ্রহণ করা হবে না।”
এক সপ্তাহ আগে সঞ্জয় নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুনরায় বিবেচনার জন্য আবেদন জানালে আদালত তা খারিজ করে দেয়।
এর আগে, চলতি বছরের মার্চে সুপ্রিম কোর্ট সঞ্জয়কে মুম্বাই হামলায় ব্যবহৃত অস্ত্র সংরক্ষণের দায়ে অভিযুক্ত করে পাঁচ বছর কারাদ-ের রায় ঘোষণা করেন। এরপর এপ্রিলের ২৭ তারিখে সঞ্জয় আদালতের কাছে আবেদন করেন আত্মসমর্পণের জন্য তাকে আরও ছয় মাস সময় দেওয়ার জন্য। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে তাকে চার সপ্তাহের সময় দেন।
এরমধ্যেই, ১৮ মাস কারাভোগ করার পর আপিলের মাধ্যমে জামিনে বেরিয়ে আসেন সঞ্জয়; কিন্তু তার পরবর্তী আপিল নাকচ করার ফলে এখন আরও সাড়ে তিন বছর কারাভোগ করতে হবে তাকে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।