আমাদের কথা খুঁজে নিন

   

পা পিছলে আহত মাহী বি চৌধুরী

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে মাহীর বাবা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাহী বি চৌধুরী পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
জাহাঙ্গীর আলম জানান, গত ১৩ অগাস্ট বদরুদ্দোজা চৌধুরী সপরিবারে মালয়েশিয়া যান। সেখান থেকে স্ত্রীকে নিয়ে ব্যাংকক যাওয়ার কথা ছিল বিকল্পধারা প্রধানের।
বাবা-মাকে বিদায় জানিয়ে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে হোটেলে ফিরছিলেন মাহী বি চৌধুরী। বৃষ্টির মধ্যে হোটেলের সামনে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।