আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্যন্ত পাহাড়ে বিশ্ববিদ্যালয় হচ্ছেনা ??

আমি সত্য কথাই বলি.....যত কঠিনই হোক...

না,কোনভাবেই পাহাড়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে দেবেনা সন্তু লারমা। রাঙামাটির সকল হেডম্যান কার্বারীদের ডেকে নিয়ে তিনি তার অবস্থান জানিয়ে দিয়েছেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছেন তার এই নির্দেশের পক্ষে কাজ করতে। এবং পাহাড়ের কোন মৌজাতেই যেনো সরকার বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জায়গা দেয়া না হয়,সেই নির্দেশ দিয়েছেন। কিন্তু কেনো ? কেনো পাহাড়ে বিশ্ববিদ্যালয় চায়না জনসংহতি সমিতি এবং সন্তু লারমা ? আশ্চর্য না ? না,অবাক হওয়ার কিছুই নাই। কারণ, বিশ্ববিদ্যালয় দরকার নেই পাহাড়ীদের।

দেশের সকল বিশ্ববিদ্যালয়-মেডিকেল-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড়ী শিক্ষার্থীদের কোটা আছে,তাই তাদের জন্য এটা দরকার নাই। বিশ্ববিদ্যালয় হলে পাহাড়ে বসবাসকারী বাঙালীদের সন্তানরা পড়াশুনায় এগিয়ে যাবে,একটি বুদ্ধিজীবি সমাজ সৃষ্টি হবে( যারা হয়ত ভাড়াটে বুদ্ধিজীবি হবেনা),এটাই মেনে নিতে পারছেননা সন্তু লারমারা। হয়ত পাহাড়ে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় হবেনা। ২০০১ সালে কাজ শুরু করে,এই সংক্রান্ত আইন পাশ করেও এই পর্যন্ত সরকার পাহাড়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজই শুরু করতে পারেনি। কতটা দোর্দন্ড প্রতাপ পাহাড়ে সন্তু লারমাদের ! কোন সরকারের ক্ষমতাও নেই সন্তু লারমার বিরোধীতার মুখে পাহাড়ে বিশ্ববিদ্যালয় করার।

কারণ.......................(সময় এলেই টের পাবেন সবাই)। সম্প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও স্থান ভিজিট করে গেছেন,কিন্তু এরপর সব চুপচাপ..............প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত ইচ্ছা থাকা সত্ত্বেও তাই পাহাড়ে বিশ্ববিদ্যালয় হচ্ছেনা ! পাহাড়ে কে কতটা শক্তিশালী দেখুন ...............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।