আমাদের কথা খুঁজে নিন

   

দ. আফ্রিকান ষাটোর্ধ্ব প্রেসিডেন্ট জুমা ২২তম সন্তানের পিতা হচ্ছেন

সত্য সমাগত, মিথ্যা অপসৃত। মিথ্যার পতন অবশম্ভাবী।
ষাটোর্ধ্ব বৃদ্ধের প্রেম অতঃপর সন্তান লাভ। এমন খবর নিঃসন্দেহে মুখরোচক আলোচনার বিষয়বস্তু হতে পারে। এমনি ঈর্ষণীয় এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

অশীতিপর এই রাষ্ট্রপ্রধান তার বাগদত্তা প্রেমিকা বঙ্গি গ্লোরিয়া এনগেমার গর্ভে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। এতে ৬৮ বছর বয়সি জুমা ২২তম সন্তানের পিতা হবেন। আগামী বছর এ সন্তান ভূমিষ্ঠ হবে বলে জানা গেছে। এর আগে এনগেমার গর্ভজাত জুমার ঔরসে আরেকটি সন্তান জন্মলাভ করে। প্রেসিডেন্টের সাথে তার শুভ পরিণয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে এবছরের ডিসেম্বর মাসে।

বিয়ের পর তিনি হবেন দক্ষিণ আফ্রিকার চার ফার্স্ট লেডির একজন। এনগেমার গর্ভবতী হওয়ার খবরটি প্রকাশিত হল জুমার একুশতম সন্তান জন্মের একপক্ষকাল পরেই। ওই সন্তানটি জন্ম নেয় জুমার দ্বিতীয় স্ত্রীর গর্ভে। তবে তার পিতৃত্বের ব্যাপারে রসিকদের মধ্যে মৃদু বিতর্ক আছে। তাদের দাবি, এ সন্তান তার মা ও মায়ের দেহরক্ষীর রোমান্টিক সম্পর্কের ফসল।

অবশ্য প্রেসিডেন্ট এমন অভিযোগ হিংসাত্মক গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এর আগে এ বছরের প্রথম দিকে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পারিবারিক বন্ধুর এক কন্যার গর্ভে ২০তম সন্তান জন্ম দেয়ার পর তা অস্বীকার করেন জুমা। অবশ্য পরবর্তীতে পারিবারিক জেরার মুখে এ অবমাননাকর বিষয়টি স্বীকার করতে বাধ্য হন তিনি। সূত্র: শীর্য নিউজ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।