আমাদের কথা খুঁজে নিন

   

৭৪ সালে বঙ্গবন্ধু সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন

সবাই মিলে দেশকে ভালবাসি

বাকশালে ফেরার কোন সম্ভাবনা নেই উল্লেখ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, কৃষক শ্রমিক শব্দটি নতুন করে আওয়ামী লীগে অন্তর্ভুক্ত করার কোন সম্ভাবনা নেই। তবে আমরা বাকশালের আদর্শ এখনো ধারণ করি। এ ক্ষেত্রে সবদলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে একটা প্লাটফর্মের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের কুরূচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ।

হানিফ আরো বলেন, ৭৪ সালে বঙ্গবন্ধু যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা সঠিক ছিল। আজকের ঢাকা নগরীর যানজটের দিকে লক্ষ্য করলে বোঝা যায় সে সময় বঙ্গবন্ধুর নেয়া সিদ্ধান্ত ভুল ছিল না। কারণ বঙ্গবন্ধু প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন। তার সে সিদ্ধান্ত যে যুগোপযোগী ছিল তা আমরা এখন প্রতিনিয়ত বুঝতে পারছি। জোট আমলে দেশে সকল নাশকতার জন্য তারেক রহমানকে দায়ী করার পেছনে কারণ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে হানিফ বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র আমদানি, সারাদেশে বোমা হামলার সাথে হাওয়া ভবন সরাসরি জড়িত।

বিএনপি মহাসচিবের নতুন নির্বাচন দাবির প্রসঙ্গে হানিফ বলেন, নির্বাচন দেয়ার আগে নিজেদের জনপ্রিয়তা কোন তলানিতে ঠেকেছে তা একটু যাচাই করে নিলে বুদ্ধিমানের কাজ করতেন। এ সময় তিনি একটি ইংরেজি জাতীয় দৈনিকের করা জনমত জরিপের তথ্য উল্লেখ করে বলেন, ৪১% উত্তরদাতা বলেছেন আওয়ামী লীগকে এবং ২০% বলেছেন তারা বিএনপিকে ভোট দেবেন। খ্যাতনামা বিদেশি প্রতিষ্ঠান NIELSEN- আওয়ামী লীগ সরকারের দেড় বছরের কর্মকাণ্ডের বিষয়ে জনমত যাচাই করে এই জরিপ পরিচালনা করে। জরিপকালে প্রশ্ন করা হয়েছে আগামীকাল নির্বাচন হলে আপনি কাকে ভোট দেবেন। তিনি একই সাথে বলেন, জনপ্রিয়তা যাচাইয়ের জন্য যখন-তখন নির্বাচনের প্রশ্ন তোলা অগণতান্ত্রিক মনোভাবের লক্ষণ মাত্র; কারণ জনগণের আন্তরিক সমর্থনেই বর্তমান সরকার নির্বাচনে অভূতপূর্ব বিজয়ের মধ্য দিয়ে দেশ-পরিচালনায় নিয়োজিত রয়েছে।

আওয়ামী লীগ তারেক জিয়াকে ভয় পায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ারের এই বক্তব্যে হানিফ বলেন, খোন্দকার দেলোয়ার হোসেন সাহেব কথাটা একেবারে মিথ্যে বলেননি। যে ব্যক্তি (তারেক) তার পিতার মতোই ঠাণ্ডা মাথায় মানুষ হত্যার পরিকল্পনা করতে পারেন, ভয়ংকর রক্তপিপাসু সেই ব্যক্তিকে তো জনগণের ভয় পাওয়ারই কথা। এ সময় হানিফ বিএনপি নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়া পরিবারের ডজনখানেক দুর্নীতিবাজ ব্যক্তিকে এবং দুর্নীতি ও লুণ্ঠনের মাধ্যমে তাদের অর্জিত সম্পদ রক্ষার জন্য দেশকে আপনারা আর ধ্বংস করবেন না, সাধারণ মানুষকে আর কষ্ট দেবেন না। জনদুর্ভোগ সৃষ্টি করে তারেক-কোকোসহ দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বাঁচানোর অপচেষ্টা করবেন না। দেশ ও জাতিদ্রোহী কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।

স্বাধীনতা বিরোধী, মানবতার শত্রু, যুদ্ধাপরাধীদের বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। সাংঘর্ষিক রাজনীতির ভ্রান্ত পথ ছেড়ে গণতন্ত্রের পথে হাঁটুন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতা এ দেশের জনগণ আপন ইচ্ছায় রুখে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী, বিএম মোজাম্মেল, তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুর নাহার লাইলি, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা, ৫ সেপ্টেম্বর (শীর্ষ নিউজ ডটকম):



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।