আমাদের কথা খুঁজে নিন

   

***আসুন জেনে নিই: কোরআন তিলাওয়াতের কিছু সাধারণ নিয়ম***

"সকল বস্তু তার বিপরীত বস্তুর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠে"

বিসমিল্লাহির রহমানির রাহিম আলহামদুলিল্লাহ, ওয়াস্সালাতু ওয়াস্সালামু আলা রাসূলিল্লাহ। রমাদান মাস কোরআন নাযিলের মাস। আর কিছুদিন পরেই রমাদান মাস আমাদের নিকট থেকে বিদায় নিবে তাই বেশী বেশী করে কোরআন তিলাওয়াত করুন, অর্থ বুঝে পড়ুন, নিজের জীবনে আমল করতে সর্বাত্নক চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের কোরআনের বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমীন। আসুন কোরআন তিলাওয়াতের কিছু নিয়ম শিখে নিই, ইনশা'আল্লাহ আমাদের কুরআন তিলাওয়াতে সহায়ক হবে। নীচের ছবিটি লক্ষ্য করুনঃ বুঝার সুবিধার্থে কিছু উদাহরণ দেওয়া হলঃ উচ্চারণ: ইয়াওমা তার জুফুররাযিফাহ - তাতবা য়ু' হাররাদিফাহ উচ্চারণ: ফাল ইয়া'বুদুনা রাব্বা হাযাল বাইত উচ্চারণ: তাব্বাত ইয়াদা-- আবি লাহাবিও ওয়াতাব্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.