আমাদের কথা খুঁজে নিন

   

১০ টাকার একটি নোট আমাকে করে দিয়েছে আবেগাপ্লুত..

গুনাহগার, অযোগ্য, অধম...

খাম থেকে কিছু টাকা বের করলাম। গুনে দেখলাম ১০ টাকার ৯ টি নোট, স্ট্যাপলার পিন দিয়ে আটকানো। স্ট্যাপলার পিন টার দিকে তাকিয়ে দেখলাম মরিচা পড়া, তার মানে অনেক দিন আগে পিন মেরে রেখেছে। টাকার উল্টোপিঠ দেখেই আমি অবাক, কিছুক্ষন তাকিয়ে ছিলাম। টাকার উপরে ল্যাখা- "আমার জমানো টাকা"।

একটি অন্যরকম প্রশান্তির অনুভূতি হ্রদয় মন কে নাড়া দিয়ে গেলো। অসহায় মানুষের জন্য মানুষের এমন নি:স্বর্থ ভালবাসা আমার প্রত্যেকটি লোমকুম কে শিহরিত করে দিয়ে গেলো। অভিঙ্গতাটি হয়েছে গেল সপ্তাহে। AIM Charity Foundation এর পক্ষ থেকে ঈদে অসহায় সুবিধাবন্ঞিত শিশুদের জন্য ঈদের পোশাক কেনার জন্য ফান্ড কালেকশানের কাজ করতে গিয়ে চলার পথে কোনো এক নাম না জানা শুভাকাঙ্ক্ষির কাছ থেকে পেয়েছি এমন হ্রদয়ছোঁয়া সহযোগিতা। টাকার অংকে খুব বেশি না হলেও ভালালাগা অর ভালবাসার বিচারে এই সামান্য টাকা ই অনেক কোটি টাকার অনুদানকেও হার মানিয়েছে।

সুবিধাবঙ্ঞিত শিশুদের জন্য কাজ করতে গিয়ে আমরা কেউ কেউ যখন খুব বেশি ক্লান্ত হয়ে পড়ি, একটুখানি চোখ বুজে আসে, তখন এমন ভালবাসার অনুভূতিগুলো, এমন মনছোঁয়া অনুদানগুলো আমাদের অনেক বেশি অনুপ্রানিত করে, আমাদের চলার গতিকে বহুগুনে বাড়িয়ে দেয়, আমাদের কাজগুলোকে অনেক বেশি অর্থবহ করে তোলে। অসহায় শিশিগুলোকে তখন হ্রদয়ের সবটুকু উষ্ঞতা দিয়ে ঢেকে রাখতে ইচ্ছে করে। এইম প্রজেক্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।