আমাদের কথা খুঁজে নিন

   

৯০ সেকেন্ডেই মিলিয়ন স্মার্টফোন

৭২০ বাই ১২৮০ রেজুলিউশনের ৪.৭ ইঞ্চি স্ক্রিন ও একটি কোয়াড-কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর থাকছে স্মার্টফোনটিতে। এতে এক গিগাবাইট র‌্যাম ও চার গিগাবাইট ইন্টারনাল মেমোরি আছে। এ ছাড়া ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড  সংযোজন করা যাবে ফোনটিতে। স্মার্টফোনটিতে আট মেগাপিক্সেল পেছনের ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল সামনের ক্যামেরা রয়েছে।
শিয়াওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন জানান, দেখতে মিল থাকায় অনেকে এই স্মার্টফোনটিকে অ্যাপলের সঙ্গে তুলনা করলেও আসলে অ্যামাজনের কিন্ডল ও গুগলের পণ্যের সঙ্গেও মিল রয়েছে ফোনটির।
চীনের স্মার্টফোন বাজারের পাঁচ শতাংশের নির্মাতা শিয়াওমি এ বছর প্রায় দুই কোটি স্মার্টফোন বিক্রি করতে পারবে বলে আশা করছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।