আমাদের কথা খুঁজে নিন

   

ফাটাফাটি হাসবেন না কিন্তু কইলাম ??



মজার জুক্সস *************** দুই বন্ধু হেটে হেটে রাস্তা দিয়ে যাচ্ছে । ১ম বন্ধু , এই অলিব দেখ তো আল্লাহর কাম , এই যে লতানো লাউ গাছ ভাবছিস সামান্য লতা আর ফল কত বড় বড় । । ২য় বন্ধু , তাতে তোর অসুবিধা কি ? ১ম বন্ধু , এই দেখ বিশাল আমগাছ , আর ফল কত ছোট বরং আমগাছে লাউ আর লাউ গাছে আম ধরলে ভাল হত তাইনা । ।

২য় বন্ধু , বেয়াক্কেল কি গাছে ফলে । এবার তারা আম গাছের নিচে এসে দ্বারায় , একটা আম ১ম বন্ধুর মাথায় পড়ে । ১ম বন্ধু , ইস রে আমার মাথাটা গেল আল্লাহ টিক কাজটাই করেছে বন্ধু যদি আমগাছে লাউ হত আর আমার মাথায় পড়ত তাহলে আমার কি দশাটাই না হত । । ************ শিক্ষক , এক ছাত্রকে জিজ্ঞাসে , বলত পদ কত প্রকার ও কি কি ?? ছাত্র , দুই প্রকার , আপদ আর বিপদ ।

। ************** শিক্ষক , মমিন একটা উভচর প্রানির নাম বল ছাত্র , ব্যাঙ শিক্ষক , সটীক , আরেকটা উভচর প্রাণীর নাম বল । ছাত্র , আরেকটা ব্যাঙ । । **************** পরিক্ষার হলে এক ছাত্র চিৎকার করে বলল , স্যার উজ্জ্বল নকল করছে ।

শিক্ষক , উজ্জলের নিকট কিছু না পেয়ে বলল কোথায় ? ছাত্র , স্যার মাঠের ঐ গরুটার দিকে তাকিয়ে গরুর রচনা লিখছে । । ************** ক্রেতা , দোকানদারের নিকট চিনি চাইল । । বিক্রেতা , চিনির বস্তার মধ্য লবন লিখে রাখল ।

ক্রেতা , ভাই চিনির বস্তায় আবার লবন লেখা কেন ? বিক্রেতা , যাহাতে পিপড়া খুজ না পায় সেইজন্য । । ************** মঞ্চে নেতা জ্বালাময়ী ভাষণ দিয়ে রাস্তায় দাঁড়ীয়ে পথিক , এতক্ষন মঞ্চে কি কইলেন সাব নেতা , তোর মাথা পথিক , নিজের মাথা রাইখ্যা আবার আমার মাথার কথা বলা টিক হয়নি । । নেতা , কি জ্বালা পথিক , জী সাব এই মাথায় আইজকা ইরি ধানের জ্বালা লইয়া ক্ষেতে গেছিলাম ।

। নেতা , সর্বনাশ । । পথিক , সব্বনাশের কি দেখলেন অহনু ভাদ্দর মাস আহেনাই বেল মাথায় পাকনা তাল পড়লে আর মুখ দিয়া মিছা বাইরইতনা । ।

****************

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।