আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ-এর আস্তিক-দের পিতা বিষয়ক একটি সহজ-সরল সমাধান...

দুঃখিত,নীতিমালা ভঙ্গের কারনে প্রভাষক-এর কমেন্ট ব্যান করা হয়েছে; তবে তিনি "নিরাপদ" ব্লগার!!!

ব্লগ-এ চলমান আস্তিক-নাস্তিক দ্বন্দ... পোস্ট করার জন্য চমৎকার একটি বিষয়!!!... গত-কাল একজন আস্তিক... জনাব মুক্ত মানব-এর পোস্ট প্রকাশিত হয়েছে... যাতে ১২ জন ব্লগার প্লাস দিয়েছেন এবং সহ-মত প্রকাশ করেছেন অনেক ব্লগার!!!... তার লিখাটির সার-অংশ নিম্নরূপ... যেহেতু নাস্তিক-রা প্রচন্ড রকম বাস্তববাদী... কারো কথা-ই প্রমাণ-ছাড়া বিশ্বাস করেন না... তাহলে কেন তারা তাদের মায়ের কথায় বিশ্বাস করবে!!!... তারা... যাকে বাবা ডাকছেন সে-তো তার বাবা নাও হতে পারে!!!... মায়ের কথায় বিশ্বাস না করে জলদি ডিএনএ টেষ্ট করে শিওর হয়ে নিতে হবে... যাকে বাবা ডাকা হচ্ছে... তিনিই প্রকৃত-পক্ষে বাবা কি-না!!!... তিনি এখানে তিনটি বিষয় নিয়ে এসেছেন... ১. লৌকিক এবং অ-লৌকিক বিষয় দু'টো-কে... এক-আকার করে ফেলা হয়েছে... লৌকিক কিছু বিষয় মানুষ স্বভাবতঃ-ই বিশ্বাস করে... যেমনঃ এক ব্যক্তি যদি কোনো নারীর সাথে বসবাস করেন... তবে... তারা দু'জন... স্বামী-স্ত্রী... এখান-এ কি তৃতীয় কেউ উক্ত দু'জন-কে সার্টিফিকেট দেখাতে বলেন???... আবার... বিপরীত দিকে... কেউ যদি বলেন... তিনি জ্বীন-এর সাথে বসবাস করেন... কেউ কি তা বিশ্বাস করবেন???... অন্ততঃ নিজ-এর চোখ-এ না দেখা পর্যন্ত???... ২. পৃথিবী-তে সবচেয়ে আপন-জন বলে পরিচিত মাতা-কে... এবং প্রসঙ্গ-ক্রমে পিতা-কে অব-মাননা করা হয়েছে... একটি শিশু যখন জন্ম-গ্রহণ করে... তখন কিন্তু তার নিকট আল্লাহ্‌-ভগবান-যিশু-বুদ্ধ বলে কেউ পরিচিত থাকে-না... সে-তার সুখ-দুঃখ, ক্ষুধা-তৃষ্ণা, হাসি-কান্নায় অংশী-দার হিসেবে কেবল মা এবং বাবা-কে-ই পান... পরবর্তী-কাল-এ তার মধ্যে ধর্ম নামক বিষয়-টি আসে... কিন্তু তাই বলে কি... মা এবং বাবা-এর অবদান নিঃশেষ হয়ে যায়???... ধরে নিলাম... আস্তিক-দের নিকট-এ সে-টা কম-এ যায়... এবং... আল্লাহ্‌ ও তার রাসূল-ই প্রধান হয়ে উঠে... কিন্তু... তাই বলে... নাস্তিক-দের নিকট-এ কিন্তু সে-টা হবার কোনো কারণ ঘটে-না... কারণ... তাদের নিকট-তো আর আল্লাহ্‌ বলে কাউ-কে ভালোবাসা-র প্রশ্ন আসে-না... কাজেই... কোনো আস্তিক যখন... স্বেচ্ছায় এবং স্ব-জ্ঞান-এ... কোনো নাস্তিক-কে তার মাতা এবং পিতা নিয়ে মন্তব্য করেন... তখন কি প্রমাণিত হয়-না যে... ঐ-ব্যক্তিটি কেবল ব্যক্তি আক্রমণ নয়... মাতা-পিতা-কে পর্যন্ত আক্রমণ করছেন... অথচ... বিদায় হজ্জ্ব-এ এই-সব আস্তিক-দের প্রাণ-প্রিয় রাসূল-ই বলেছিলেন... "আজ হতে জাহেলী যুগের বদলা-প্রথা বাতিল... এক-এর অপরাধ-এ অন্য-কে শাস্তি দেয়া যাবে-না!!!..."... কিন্তু... কি দেখা যাচ্ছে... তাদের ধর্ম কি তাহলে তারা আদৌ মানছেন???... ৩. আস্তিক-দের জন্য বিশ্বাস-ই যথেষ্ট... আজ যদি কেউ বলেন... আমি উক্ত পোস্ট-দাতার সকল নারী-শ্রেণীর নিকট-আত্মীয়-এর সাথে মেলা-মেশা করেছি... এই ব্লগে যারা আস্তিক বলে পরিচিত... তারা কি বিষয়-টা বিনা-তর্কে মেনে নেবেন বা বিশ্বাস করবেন???... এখন আমার বলতে ইচ্ছে করছে... কাজেই আমরা কি মেনে নেবো যে... ব্লগ-এর আস্তিক-দের পিতা... অন্য যে-কোনো ব্লগার-ই (আস্তিক অথবা নাস্তিক)... এমন কি... একাধিক ব্লগার-ও হতে পারেন!!!... প্রমাণ করার প্রয়োজন নেই... কেবল বিশ্বাস করলে-ই হবে!!!... সকল-কে ধন্যবাদ... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ এই পোস্ট-টি সরিয়ে ফেলা হবে ভেবে আমি গত-কাল কোনো প্রতি-মন্তব্য পোস্ট লিখি-নি... কিন্তু যেহেতু তা করা হয়-নি... তাই... আজ প্রকাশ কররাম... ব্লগার-রা একটু লক্ষ্য কারলে-ই দেখবেন... পোস্ট-টি করা হয়েছিলো... ০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:১৩-এ... এবং... সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:৫৫-এ... যেখান-এ ভাষার মার-প‌্যাচ কষার সাথে সাথে... নোট-ও সংযোজন করা হয়েছে... এবং উত্তর-ও দেয়া হয়েছে সে-ই অনুসার-এ!!!... এবং... তিনি এ-টি কেবল নাস্তিক-দের আক্রমণ করার জন্য-ই প্রকাশ করেছেন... আল্লাহ্‌ বা রাসূল-এর প্রতি ভালোবাসা প্রদর্শণ-এর জন্য নয়... কারণ... ৬ ও ৭-নং মন্তব্য-এর জন্য তার দেয়া উত্তর-এ-ই... তিনি বলেছেন... মুক্ত-মানব ১৫ দিন-এর জন্য দেশের বাড়ী-তে ঈদ উপলক্ষ্যে যাবার প্রাক্কারে উক্ত পোস্ট-টি লিখেছেন... এবং... তিনি আশা করেছেন... তাকে জেনারেল করা হলে-ও.. ফিরে এসে তিনি দেখবেন যে... তাকে সেফ করে দেয়া হয়েছে!!!... ০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০১ লেখক বলেছেন: আমার মাথায় ঘিলু কম বলেই তো আমি আস্তিক। আর যার মাথায় ঘিলু কম সে তো এমন বালছাল পোস্ট দিতেই পারে। রিপোর্ট করছেন ভাল। ৪ তারিখের পর ১৫ দিন ব্লগে আসা হবে না। আশাকরি এই সময়ের মধ্যে আবার সেফ হয়ে যাব। মূল লেখা-টি... Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।