আমাদের কথা খুঁজে নিন

   

এটা কি নিছক অপমৃত্যু!!!

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

রাজধানীর আজিমপুরে ১২তলা ভবনের ছাদ থেকে পড়ে পুলিশ কর্মকর্তার বাসার গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টায় গৃহকর্মী শিউলি আক্তারের লাশ কামিনী টাওয়ারের পাশের গলি থেকে উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লালবাগ থানার এসআই শহিদুল ইসলাম গতকাল আমার দেশকে জানান, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত এসপি মোহাম্মদ শাহজাহানের আজিমপুরের ৮২/ডি, সরকারি কলোনির বাসার কাজের মেয়ে শিউলি আক্তার (১৮)। গত মঙ্গলবার রাত ৯টায় শিউলি নিখোঁজ হয়।

এসআই শহিদ জানান, শিউলীকে কোথাও খুঁজে না পেয়ে অতিরিক্ত এসপি শাহজাহান লালবাগ থানা ও পুলিশ ফাঁড়িকে এ বিষয়টি জানান। মঙ্গলবার রাত ১২টার দিকে লালবাগের ১২তলা ভবন কামিনী টাওয়ারের গার্ডরা ওপর থেকে কিছু পড়ার শব্দ পায়। তারা ভবনের পাশের গলি থেকে শিউলির অচেতন দেহ পেয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এসময় শিউলির পরনে সাদা রংয়ের সালোয়ার ও গোলাপি বল প্রিন্টের কামিজ ছিল।

পরে লাশ লালবাগ থানায় নিয়ে সুরতহাল রিপোর্ট করা হয় বলে পুলিশ জানায়। লালবাগ থানার এসআই শহিদুল ইসলাম জানান, কামিনী টাওয়ারের তিনতলায় থাকেন পুলিশের অতিরিক্ত এসপি শাহজাহানের বোন। পুলিশের ধারণা, অতিরিক্ত এসপি শাহজাহানের বাসা থেকে মেয়েটি তার বোনের বাসায় যায়। সেখানে কোনো ঘটনার কারণেই শিউলী ১২তলার ছাদ থেকে পড়ে মারা যায়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

লালবাগ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তার বাসার কাজের মেয়ে সুন্দরী শিউলীর কামিনী টাওয়ারে আসার খবরটি পুলিশ কর্মকর্তার না জানার কথা নয়। সে ওই টাওয়ারে পুলিশ কর্মকর্তার বোনের বাসায় আসে। সেখানে এমন কী ঘটনা ঘটেছে যাতে ১২তলার ছাদ থেকে পড়ে শিউলীকে প্রাণ দিতে হলো—তা এলাকাবাসী জানতে চায়। লালবাগ থানা পুলিশ জানিয়েছেন, শিউলী ১২তলা ভবনের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে, নাকি তাকে সেখান থেকে ফেলে হত্যা করা হয়েছে—সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে তদন্তের পর। নিহত শিউলীর বাড়ি পুলিশ কর্মকর্তা শাহজাহানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার করিমপুর গ্রামে।

তার বাবা দিনমজুর আলী আহমেদ। লালবাগ থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে লাশ তার বাবা গ্রামের বাড়িতে নিয়ে গেছে। লালবাগ থানার ডিউটি অফিসার এসআই ইলিয়াস মোল্লা জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সূত্র- আমার দেশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।