আমাদের কথা খুঁজে নিন

   

খুব মন খারাপ। ৩ দিন আগে কেনা মোবাইলটা পকেটমার হল সকালে। এখন কী করা উচিত আমার? দেশে কী কোন ব্যবস্থা নেই?

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।

মাত্র ৩ দিন আগে একটা মোবাইল কিনলাম। এটা নিয়ে তখন একটা পোস্টও দিলাম। Click This Link । সে সময় বাজেটের চেয়ে অনেক বেশি দামী একটা মোবাইল চয়েস হইছিল।

আরেকজনের থেকে টাকা ধার নিয়ে কিনলাম। নোকিয়া ৫৫৩০। সকালে মিরপুর ১০ থেকে আইডিবি যাওয়ার জন্য লোকাল বাসে উঠছি। দাঁড়িয়ে আসছি। অনেক ভীড়।

বাসে উঠে ২ টা মিনিট পরে খেয়াল হল মোবাইল নেই। আমার সাথে তিন ফ্রেন্ড ছিল। লোকাল বাসে আলাদা আলাদা উঠছি। কেউ খেয়াল করে নি। তবে, সবাই খেয়াল করেছিল যে, কিছু লোক বাসে উঠে একটু পর আবার নেমে গেছিল।

মোবাইলটা অনেকক্ষণ অন ছিল। পুরাটা স্কিনটাচ হওয়ায় পকেটমার হয়ত বুঝে নি যে কীভাবে অফ করবে বা মিউট করবে। অনেক্ষণ পরে দেখলাম মোবাইল অফ। আমি উপরের পকেটে রেখেছিলাম মোবাইলটা। আর শার্টও ইন করি না।

তাও যে কীভাবে নিল বুঝলামই না। এত ভীড়ে আমি সামলে উঠেই মোবাইল চেক করেছি। এর দ্রুত হয়ে গেল সব !! এখন কী করব আমি ? আমাদের দেশে হাজারটা খুব খারাবী হয়, এক্সিডেন্ট হয়, বিচার হয় না। কিন্তু সেটা পুলিশের বা আদালতের বা নেতাদের কারণে। কিন্তু আমাদের দেশে যে হারে মোবাইল চুরি হয়, এটার কোন বিচার নেই? ধরার কোন সিস্টেম নাই? এমনকি পুলিশের ইচ্ছাও যদি থাকে, তাও কী তারা পারবে? এক বন্ধুর দুলাভাই সিয়াইডি তে আছে।

তাকে ফোন দিলাম। জিপিএস টেকনলজি ও আইএমইয়াই নাম্বার থেকে ট্রেস করতে পারে শুধু সিডিয়াই। উনারা নাকি সরকারী প্রয়োজন ছাড়া করবে না। তাহলে উপায় কী? এখন আমার কী করা উচিত? আমার আইএমইয়াই নাম্বার হলঃ ৩৫৯৩৬৮০৩৮৭৮৭৮৫৭ বাসাতে মুখ দেখাতে পারতেছিনা। খুব খারাপ লাগছে।

বাপ মা অনেক বকাবকি করতেছে। সবার মন খারাপ করে দিলাম। এখন কী আমার কিছুই করার নেই? আমাদের দেশে এত মোবাইল চুরি হয়, তাও এতদিনে কোন সংশ্লিষ্ট মহল এটার প্রতিকারে কিছু করে নাই কেন? এখন কী করা যায়?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।