আমাদের কথা খুঁজে নিন

   

✿ ইন্টারনেটে ফ্রি মুভি, লাইভ টিভি দেখবেন যেভাবে ✿

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই..
নতুন মুভিগুলো যদি ফ্রিতে দেখা যায় তাহলে কেমন হয়? ডাওনলোড করে সিনেমা দেখাটা বিরক্তিকর, এত সময় বা ধৈর্য আমার নেই। কিভাবে অনলাইনে সরাসরি ছবি দেখবেন সেই আলোচনা করছি... ► এই সাইটে ক্লিক করুন। উপরে ইংলিশ, হিন্দি কি ধরনের সিনেমা দেখবেন সিলেক্ট করে নিন। এবার মুভিটির উপর ক্লিক করুন, নতুন একটি পেজ আসবে। একটু অপেক্ষা করুন, Source এর নিচে বিভিন্ন অপশন দেখতে পাবেন।

Watch Movie-NovaMov এ ক্লিক করলে নতুন একটি ট্যাব আসবে- Advertisment টি ক্লোজ করে দিন। এবার মুভিটি প্লে করুন, যদি বাফারিং হতে থাকে বুঝবেন আপনার নেট স্লো। উপায় হচ্ছে- প্লে বাটনে ক্লিক করে সিনেমাটি শুরু হলেই Pause/Stop দিন। ৫/১০ মিনিট পর আবার প্লে করলেই মুভিটি সম্পূর্ন দেখতে পারবেন। ♪♫♥•*•♪♫♥•*•♪♫♥•*•♪♫♥•*•♪♫♥•*•♪♫♥•*•♪♫♥•*•♪♫♥•*•♪♫♥•*• ইংরেজী সব ধরনের সিনেমা দেখার জন্য আমার পছন্দের সেরা একটি সাইট ► আই ওয়ানা ওয়াচ দেখতে থাকুন নতুন রিলিজ হওয়া ছবিগুলো... .ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı..ıllı. এবার কিভাবে ফ্রি অনলাইনে লাইভ টিভি দেখবেন? খেলাধুলা, দেশী-বিদেশী বিভিন্ন টিভি চ্যানেল বর্তমানে এই সাইটে দেখা যাচ্ছে- ► জাগো বিডি ডট কম লাইভ টিভি দেখার জন্য একটি সাইট- ► ওয়াচ ফমনি ডট কম ড্রপ-ডাউন অপশন থেকে কান্ট্রি অথবা ক্যাটাগরি সিলেক্ট করে বিভিন্ন দেশের টিভি দেখতে পাবেন।

ইন্টারনেটে লাইভ টিভি দেখার জন্য আমার পছন্দের: যদি আপনি ব্রাউজার হিসাবে মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে Tools - Add-ons - Get Add ons এ গিয়ে Tv-Fox নামের এডঅনসটি install করে ফায়ারফক্স Restart দিলেই এড্রেস বারের নিচে নতুন একটি বার দেখতে পাবেন। সেখানে নিচের ছবির মতো ড্রপ ডাউন অপশন এ ক্লিক করে কান্ট্রি অথবা ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন দেশের অনেকগুলো টিভি চ্যানেল লাইভ দেখতে পাবেন। ► দেশের কয়েকটি টিভি চ্যানেল লাইভ দেখার জন্য লাইভ টিভি ও সিনেমা দেখার আরো কিছু সাইট-●•٠·˙ ► অন টিভি টাইম ডট কম ► মাই বিগ ফিক্স ডট কম ► হিন্দি সিনেমা দেখার জন্য ► ইন্ডিয়ান টিভি শো ► ওয়াচ হরর মুভিস ► ইংরেজী সিনেমা দেখার জন্য ► লেট মি ওয়াচ দিস 【ওয়েবসাইটের ত্রুটিগত কারনে মাঝে-মধ্যে সমস্যা হতে পারে】 আপনাদের জানা ওয়েব সাইটগুলো শেয়ার করুন, পোষ্ট আপডেট হতে থাকবে...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।