আমাদের কথা খুঁজে নিন

   

এই ঈদে কে কবে ঢাকা ছাড়ছেন আর কবে ফিরছেন: একটি জরীপ পোস্ট



দেখতে দেখতে রমজান শেষ হতে চললো। আর মাত্র কয়েকদিন পরেই ঈদ-উল-ফিতর। আর শুধু বাজারে নয় পরিবহন খাতে ও লেগেছে ঈদের হাওয়া। ঘরমুখো মানুষের ঘরে ফেরার তাগিদকে পূঁজি করে পরিবহন কোম্পানী গুলি রীতিমত ভাড়া বৃদ্ধির প্রতিযোগীতায় লিপ্ত। তারপর ও ঈদের টিকেট যেদিন বিক্রি শুরু হলো সেদিন দুই ঘন্টা পার না হতেই টিকেট শেষ।

কিন্তু মজার ব্যাপার হলো তার তিন দিন পরে আমি টিকেট কাটতে গেলাম এবং আমার পছন্দের সময়ে, পছন্দের সিট দুটি পেলাম, না এটাকে সৌভাগ্য বলতে রাজি নই আমি, কারন একই গাড়িতে একই সময়ে প্রথম দিনে টিকেট কেটেছে আমারই আর এক বন্ধু, তার সিট নং জি১ আর আমার বি১, বি২। শুধু দুর পাল্লার বাস নয় ট্রেন নয় রিক্সা আর সিএনজিওয়ালারা ও ইতিমধ্যে তাদের দাবী বাড়িয়ে দিয়েছে। রোজার আগে যেখানে ১০ টাকা ভাড়া দিয়েছি রোজা শুরু হলে সেটা হয়ে গেলো ১৫ টাকা আর গতকাল থেকে তা হয়ে গেলো বিশ টাকা। এরপর ও আমরা ঘরে ফিরব এবং ফিরতে হবেই। ব্লগার বন্ধুরা কে কোথায় ঈদ করছেন এটা জানার খুব ইচ্ছা নিয়ে এই পোস্ট দিলাম।

মন্তব্যে দয়া করে কে কবে কোন এলাকার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন এবং কবে ফিরছেন জানালে কৃতজ্ঞ থাকব।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।