আমাদের কথা খুঁজে নিন

   

পথ চলার এক ফাঁকে

আমার আধার ঘেরা জীবন এ যখন তুমি থাকো আমার পাশে তখন নিজেকে আর একা মনে হয় না । এভাবে থেকো সারা জীবন আমার পাশে ।
পথ চলার এক ফাঁকে বলতে গেলে পথ চলতে চলতে অনেক সময় ভাবার সময় থাকে না আমি কখন কার সাথে আছি। এমনকি অপরিচিত কেও হয়ে যেতে পারে আপনার পথ চলার সঙ্গি । তেমনি আমার বেলাতেও তাই হয়েছে।

কখনো এই ভেবে পথ চলি নি যে কি হবে এরপর । শুধু ভাবতাম আমাকে একা সামনে এগিয় যেতে হবে। কিন্ত আস্চর্যের বিষয় হলো অনেক অজানা অচেনা মানুষ আমার চেনা হয়ে যায়। তারা আমার পথ চলার সঙ্গি হয়ে যায়। তেমনি এক মুহুর্তের কথা বলছি সেদিন আমি ইন্টারভিউ দিতে যাওয়ার সময় মানে দেয়ার পর এক আপুর সাথে দেখা তিনি ও সেখানে ইন্টারভিউ দিতে আসছিলেন পরে আমার পথের সাথি হয়ে গেলো।

আবার ফারর্মগেট এ ভলভো বাসের লাইন এ দারিয়ে আরেক মেয়ের সাথে পরিচয় তারপর কথা বলতে বলতে তার সাথে বাকিটা পথ চলা হলো । পথ চলতে চলতে কখনো ভয় কাজ করেনি কেন তা নিজেও জানি না। আবার এখন তো বাসে চরে যাওয়ার সময় ছোটোরা বড়দের সাথে বেয়াদবি করে ঝগরা করে। এমন অনেক ছেলে আছে যারা তো কথায় কথায় হাত ও তুলে ফেলে। কখনো ভাবে না কাজটা কি সে ঠিক করছে কিনা।

এসব দেখলে তখন নিজের কাছে খুব খারাপ লাগে। আর এর মাঝেই আমাদের চলতে হয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।