আমাদের কথা খুঁজে নিন

   

যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক [গান পোস্ট]

আপাতত রেস্টে আছি! :)

এই নিঝুম রাতে,ঘুমে অচেতন ঢাকায়, ইনসমনিয়াক ক্লাবের বন্ধুদের জন্য আমার খুব প্রিয় একটা গান। সুন্দর সুরের সাথে গানের কথাগুলোও আমার খুব ভালো লাগে। তবে তিনটি লাইন একটু বেশি ভালো লাগে। গানটির শিল্পী রুনা লায়লা। গীতিকার জনাব মাসুদ করিম।

যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্বল তারাটা, মিটমিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকেই কাছে ডাকছি, ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে। যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। ... ... ... যখন দখিন বাতাস গায়, পরশ বুলাবে হেসে, জেনো এসে গেছি, আমি অবশেষে। বাসনার সেই নদী তীরে, চিনে নিও প্রিয় সাথীরে, স্বপ্ন ভেবে কেঁদোনাকো বেদনাতে। [সেতু বন্ধনের এই তিনটি লাইন আমার অসম্ভব প্রিয়] যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক।

অডিও লিন্ক রাণী রুনা লায়লার গাওয়া ভিডিও ভার্শন (বিটিভি ) পরে ২০০৫ সালে, ক্লোজ আপ-ওয়ান এর ২য় রাউন্ডে, সোনিয়া এই গানটি গেয়েছিলেন। সেটাও বেশ ভালো লেগেছিল। গানটি অনলাইনে খুঁজে পেলাম না। শুভ রাত্রিজাগরণ!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।