আমাদের কথা খুঁজে নিন

   

.....::::: ভেজা আলপনায় আঁকা ::::.....

ভালো লাগে লিখতে তাই লিখি..............

আকাশে গোধুলীর শেষ প্রান্তে ভেজা আলপনায় যেন লেখা রয়েছে আমার সুখের বার্তা । পৃথিবীর যত নোংরা অভিশাপ আসুক না কেন, কিচ্ছু হবে না আমার, -এ বিশ্বাস আছে মনের প্রতিটি কোণায় । অদ্ভুদ সুখের কাছে তুচ্ছ আজ আমার যত কষ্ট, হৃদয়কুন্জ ব্যস্ত সুখের আরাধনায়। আমি জানি না মেঘ হতে বৃষ্টি ঝড়বে কিনা , তবু ভালবাসা যে ঝড়বেই আমার আকাশ জুড়ে। আমি জানিনা সূর্য আগামীতে আলো ছড়াবে কিনা, তবু হৃদয় আমার সদা জাগ্রত তোমার অনুভূতি মায়ায়। মধ্য রাত্রের আকাশে যেমন শত কোটি তারা জ্বলে, আমার মনের আঙ্গিনায় তেমনি খুশিরা জোনাকি আলোয় ছুটোছুটি খেলে, আর আমার স্বপ্ন গুলো ফুল হয়ে ফুটে থাকে তোমার চোঁখের তারায় ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।