আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইল ইত্যাদির প্রিমিয়াম ইউজার সুবিধা নিন লিচিং করে!!

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই।

আপডেটঃ অতিপ্রিয় এই লিচিং সাইটের এখন মৃত তাই পার্ট-২ আর কোন কাজে আসবেনা। তবুও লিচিং কি, কেন করা হয় এই কথাগুলো এখনও প্রাসংগিক হওয়ায় পোস্টটি সরিয়ে নিলাম না _______ নেট থেকে ফ্রীতে ডাউনলোড পাগলাদের দুই চোক্ষের বিষ ফাইল শেয়ারিং সাইটগুলো যেগুলায় ভাল ভাল জিনিষে ভর্তি কিন্তু ফ্রীতে ডাউনলোডের বিরাট ক্যাচাল মিনিটখানের ওয়েট করানোর পর একটা লিংক পাওয়া যায় তাও আবার লিমিটেড স্পীড আর রিজিউম সুবিধা ছাড়া।

১০০ মেগাবাইটের একটা ফাইলের ৯৮% ডাউনলোডের পর নেটলাইন/ কারেন্টটা গেলে চুল ছিড়তে মন চাইতেই পারে (আমি নিজের বহুত চুল ছিড়সি একসময়)। যারা মাথায় অবশিষ্ট চুলগুলো বাঁচাতে চান তাদের জন্যই এই পোস্ট। পার্ট ১- লিচিং জিনিষটা কি,কেন, কিভাবে? (জানার জন্য, না পড়লেও চলবে, চাইলে পার্ট-২ তে জাম্প দেন) >> লিংক জেনারেটর বা লিচিং সাইট কি? - এই সাইটগুলো র‌্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইলের মত বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকে আপনাকে প্রিমিয়াম ইউজারের মত ডাউনলোডের সু্যোগ করে দেবে ফ্রি ফ্রি। ডাউনলোডের সময় ম্যাক্সিমাম স্পিডের সাথে সাথে রিজিউম সুবিধাও দিচ্ছে কয়েকটা সাইট। >> কেন লিংক জেনারেটর সাইট? - আমাদের দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের স্ট্যাটিক আইপি সরবরাহ করা হয় বলে ফ্রি ইউজার হিসেবেও ডাউনলোড করা যায় না।

অনেকের পক্ষেই প্রিমিয়াম একাউন্ট কিনে ব্যবহার করা সম্ভব না। তারচেয়ে বড় কথা- ফ্রি ফ্রি পাইলে টাকা দিমু ক্যান?! কাজটি কিভাবে করা হয়? - লিংক জেনারেটিং হ্যাকিং এর মত জটিল, ইল্লিগাল কোন ব্যাপার না। বরং পুরো ব্যাপারটাই খুবই সহজ ও লিগাল। লিংক জেনারেটর সাইট মালিকরা টাকা দিয়ে র‌্যাপিডশেয়ার একাউন্ট কিনে নেন এবং আপনার কাংখিত ফাইলটি নিজেদের সার্ভারে আপলোড করে নেন। (ধইরা নেন তাদের হার্ডডিস্ককে)।

তারপর আপনাকে ডাউনলোডের সুযোগ করে দেন। সাইট মালিকদের লাভটা কি? উনারা কি দাতা হাতেমতাই? - না,উনারা দাতা হাতেমতাই নন। এইসব সাইটে গেলেই দেখবেন সাইটের ডান-বাম-উপর-নিচে বিভিন্ন ইমেজ ও গুগল টেক্সট অ্যাডের ছড়াছড়ি। এই অ্যাডগুলোই উনাদের আয়ের প্রধান ক্ষেত্র। সাইট পাব কই? - গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে এরকম অনেক সাইট।

তবে সমস্যা হচ্ছে এইসবের ৯৯ভাগই কাজ করেনা। অনেক সময় দেখবেন আজকে একটা সাইট খুব ভালো কাজ করছে, আবার কালকেই সাইট ডাউন। পার্ট ২- কিভাবে কি করতে হবে। (স্টেপ বাই স্টেপ) ১. এই সাইটে গিয়ে ফর্ম ফিলাপ করে সাবমিট বাটনে ক্লিক করুন। ২.যে মেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটার ঢুকে একাউন্ট কনফার্ম করুন।

আপনার একাউন্ট এখন ব্যবহারের জন্য তৈরী! ৩.Free URL Leech এ গিয়ে আপনার ফাইলের এড্রেস দিয়ে Upload বাটনে ক্লিক করুন। ৪.দেখুন ফাইলটি ওদের সার্ভারে আপলোড হচ্ছে। ১০০% আপলোড শেষে উপরের MY FILES গিয়ে লিস্ট থেকে আপনার ফাইলটির উপর ক্লিক করে ফ্রি ডাউনলোড সিলেক্ট করুন। ৫.তারপর Create download link এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত লিঙ্ক। বিশেষ দ্রষ্টব্যঃ চেষ্টা করেছি নিজে যতটুকু জানি সেইটা সহজভাবে লিখতে।

কারও বুঝতে কোন সমস্যা হলে বা কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় বলে যান, জবাব দেয়ার যথাসাধ্য চেষ্টা করব। হ্যাপি ডাউনলোডিং! আপডেটঃ এই বিষয়ে আরও কিছু সাইট নিয়ে লিখেছি - এখানে । আশা করি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। যারা উৎসাহ দিয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।