আমাদের কথা খুঁজে নিন

   

মেরিল-প্রথম আলো অনুষ্ঠান থেকে সাভারের দুর্গতদের জন্য ৫৪ লাখ টাকা সংগ্রহ

সাভারের দুর্গতদের জন্য ৫৪ লাখ টাকা সংগ্রহ হয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২ অনুষ্ঠান থেকে। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান হয়। শুরুতে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২ অনুষ্ঠানটি সাভারে ভবনধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে তহবিল সংগ্রহের অনুষ্ঠান হিসেবে ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান মেরিল-প্রথম আলো তহবিল থেকে দুই লাখ এবং ‘প্রথম আলো’র কর্মীদের বেতনের অংশ থেকে আরও দুই লাখ টাকা দিয়ে একটি তহবিল গঠনের ঘোষণা দেন। এরপর অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শিল্পী, কলাকুশলী ও সংস্কৃতিসেবীরা এই তহবিলে অর্থ দেওয়ার কথা ঘোষণা করেন। এতে মোট ৫৪ লাখ টাকা সংগৃহীত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, কাল শনিবার থেকে ঢাকার প্রথম আলো কার্যালয়ে সাভারের দুর্গতদের জন্য অনুদান গ্রহণ করা হবে।
ইতিমধ্যে প্রথম আলো বন্ধুসভা, প্রথম আলো ট্রাস্ট ও প্রথম আলো ব্লগের সদস্যরা সাভারের ভবনধসের ঘটনায় দুর্গতদের সাহায্যে কাজ শুরু করেছেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।