আমাদের কথা খুঁজে নিন

   

"আমার দূরত্ব ভাল লাগে না"

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। । তোমার চোখ আমাকে স্বপ্ন দেখায়, আমার চোখে রাখ তোমার ঐ চোখ, আমার দুঃস্বপ্ন ভাল লাগে না। তোমার হাতের কোমল পরশ আমাকে প্রশান্তি দেয়, আমার হাতে রাখ তোমার ঐ হাত, আমার দূরত্ব ভাল লাগে না।

তোমার উদাসীনতা আমাকে কষ্ট দেয়, আমাকে যত্ন দাও, আমার উদাসীনতা ভাল লাগে না। তোমার ভালবাসা আমাকে হাসতে শিখায়, আমাকে হাসতে দাও, আমার কান্না ভাল লাগে না। তোমার চঞ্চলতা আমাকে প্রাণ চঞ্চল করে, আমাকে প্রাণ চঞ্চল থাকতে দাও, আমার নিরবতা ভাল লাগে না। তোমার আলো আমাকে পথ দেখায়, আমাকে আলো দাও, আমার অন্ধকার ভাল লাগে না। তোমার ভালবাসা আমাকে বাঁচতে শিখায়, আমাকে বাঁচতে দাও, আমার নিঃসঙ্গতা ভাল লাগে না।

তোমার পথে ভালবাসার ফেরী, আমাকে তোমার পথে নিয়ে যাও, আমার এ পথ ভাল লাগে না। তোমার সুখ আমাকে সুখ দেয়, আমাকে সুখে থাকতে দাও, আমার বিষন্নতা ভাল লগে না..। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।