আমাদের কথা খুঁজে নিন

   

এক বৃষ্টি ভেজা দিন

জীবনটাই লাইফ হয়ে গেল

সেদিন হঠাৎ করে মুষলধারে এমন বৃষ্টি নামল যে সবাই ভিজে যেন পানি হয়ে যাবে, এমন অবস্থা। যেদিন মুষলধারে বৃষ্টি নামল, সেদিন আমি বাসার বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম। ১০ মিনিট বৃষ্টি দেখলাম। কি যে অসাধারন লাগছিল। কিন্তু বৃষ্টি আর থামে না।

তারপর ২ ঘন্টা গরিয়ে গেল। আমি আমার মায়ের কাছে গেলাম। গিয়ে দেখি, মা ঘুমিয়ে পড়েছেন। তারপর আমি আবার বারান্দায় গেলাম, তখনো বৃষ্টি থামেনি। আমি ভাবলাম, যেহেতু বৃষ্টি থামেনি, তাহলে আমি না থামা পর্যন্তই থাকি।

অনেকক্ষণ বৃষ্টি দেখতে দেখতে আমার ঘুম পেয়ে গেল। আমি মায়ের পাশে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার মা ঘুম থেকে জেগে দেখেন তখনো বৃষ্টি পড়ছে। মা হাত-মুখ ধুয়ে থালাবাসন ধুতে লাগলেন। থালাবাসনের শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল।

আমি উঠে হাত-মুখ ধুয়ে মাকে খুঁজতে লাগলাম। দেখি, মা রান্নাঘরে ঠান্ডা পানিতে থালাবাসন ধুচ্ছেন। আমি যখন উঠেছিলাম, তখন বৃষ্টি ছিল একটু কম। আমি মাকে সাহায্য করলাম। সঙ্গে একটু গল্পগুজবও করলাম।

মায়ের সঙ্গে কাজ করার দুই মিনিট পর দরজায় কলিংবেলের শব্দ হলো। আমি গিয়ে দরজা খুললাম। দেখি, বাবা এসেছেন .......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।