আমাদের কথা খুঁজে নিন

   

আমি কুল হারা কলঙকিনী: বাউল আবদুল করিম

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

আমি কুল হারা কলঙকিনী আমারে কেউ ছোইয়ো না গো সজনী, প্রেম করলাম প্রাণ বন্ধুর সনে যে দুঃখ পেয়েছি মনে আমার কেঁদে যায় দিন রজনী আমারে কেউ ছোইয়ো না গো সজনী ...... আমি কুল হারা কলঙকিনী আমারে কেউ ছোইয়ো না গো সজনী, প্রেম করাযে স্বর্গের খেলা বিচ্ছেদ অনল রকম জ্বালা. আমার মন জানে আমি জানি ।। আমারে কেউ ছোইয়ো না গো সজনী, আমি কুল হারা কলঙকিনী আমারে কেউ ছোইয়ো না গো সজনী, সখি আমার উপায় বলো না, এ জীবনে দূর হলো না.. বাউল করিমের পেরেশানী, আমারে কেউ ছোইয়ো না গো সজনী আমি কুল হারা কলঙকিনী আমারে কেউ ছোইয়ো না গো সজনী,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।