আমাদের কথা খুঁজে নিন

   

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়া, সেকি মোর অপরাধ… গানটি নজরুল মানিকগঞ্জের তেওতা গ্রামে বসে লিখেছিলেন



আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে একটি নতুন তথ্য দেই সবাইকে। আমাদের প্রিয় কবি নজরুলের পত্নী প্রমিলা নজরুলের বাড়ি কিন্ত মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে। সেখানে তাদের স্মৃতি বিজরিত সেই পুরাতন বাড়িটির এখনো দেখা মেলে। পাশেই রয়েছে বিশাল জমিদার বাড়ি। গবেষকদের তথ্য মতে, নজরুল এই বাড়িতে কয়েকবার এসেছেন।

” তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়া সেকি মোর অপরাধ ” এই গানটিও নাকি নজরুল তেওতা জমিদার বাড়ির পুকুর ঘাটে বসে রচনা করেন। এসময় প্রমিলা গোসল করতে ছিলেন। এতদিন এই বিষয়টি প্রায় সবার অজানা থাকলেও , বর্তমানে প্রমিলা নজরুলের স্মৃতি বিজরিত এই বাড়িটি রক্ষার দাবি জানিয়ে আসছেন কবী নাতনি খিল খিল কাজীসহ ,নজরুল গবেষক ,বিভিন্ন সংগঠন এবং স্থানীয়রা। এর আগে নজরুলের জন্মবার্ষিকী অনষ্ঠানে তেওতা গ্রামে কবি নাতনী খিল খিল কাজী, ভাষা সৈনিক আব্দুল মতিনসহ কয়েকজন বিশিষ্ট নজরুল গবেষক এসে ছিলেন। আমাদের কবি কাজী নজরুলের রচনায় তার পত্নী প্রমিলার অবদান অনেক তাই তার ও কবীর স্মৃতি বিজরিত এই স্থানটি সরকারী ভাবে সংরক্ষন করে একটি ইনষ্টিটিউট গড়ে তোলা হোক।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.