আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ (স্বরণে কাজি নজরুল ইসলাম)

আমি শুধু তোমাকেই ভালবাসি অনেক আঁধার আমাকে ছিন্নভিন্ন করেছে। নীল হয়েছে আমার শিরা উপশিরা । তবু - তবু, আমি শুধু তোমাকেই ভালবাসি । তোমাকেই শুধু তোমাকেই -
আরও অনেক অনেক ছবি এই খানে পাবেন অনাদি কাল হতে :কাজি নজরুল ইসলাম অনাদি কাল হতে অনন্ত লোক গাহে তোমারই জয়। আকাশ-বাতাস রবি-গ্রহ তারা চাঁদ, হে প্রেমময়।

। সমুদ্র-কল্লোল নির্ঝর-কলতান- হে বিরাট, তোমারই উদার জয়গান; ধ্যান গম্ভীর কত শত হিমালয় গাহে তোমারই জয়। । তব নামের বাজায় বীণা বনের পল্লব জনহীন প্রান্তর স্তব করে, নীরব। সকল জাতির কোটি উপাসনালয় গাহে তোমারই জয়।

। আলোকের উল্লাসে, আঁধারের তন্দ্রায় তব জয়গান বাজে অপরূপ মহিমায়, কোটি যুগ-যুগান্ত সৃষ্টি প্রলয় গাহে তোমারই জয়। । এই রকম আরও কাজি নজরুল ইসলাম এর লেখা দেখতে চাইলে এই যায়গায় দেখুন Click This Link "http://www.mainuddin.tk/2010/06/pay-per-click-advertising.html"
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।